দেশে মহিলা স্বশক্তিকরণ নরেন্দ্র মোদীর দৌলতেই সম্ভব হয়েছে : বিজয়া রাহাতকর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ দেশে মহিলারা স্বশক্ত হতে পেরেছেন, শুধুমাত্র নরেন্দ্র মোদীর দৌলতে৷ একথা দৃঢ়তার সাথে বলেন বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বিজয়া রাহাতকর৷ তাঁর কথায়, উজ্জ্বলা যোজনা, সৌভাগ্য যোজনা দেশের মহিলাদের জীবনশৈলী বদলে দিয়েছে৷ শুধু তাই নয়, নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে মোদী সরকার৷

শনিবার আগরতলায় প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভায় অংশ নিয়ে সর্বভারতীয় সভানেত্রীর দাবি, দেশে নরেন্দ্র মোদী ভাল কাজ করছেন তাই বিরোধীদের পেটে ব্যাথা উঠেছে৷ বিরোধীরা আজ একজোট হয়েছেন, কারণ তারা মহা ঘোটালা সরকার বানাতে চাইছেন৷ তাঁর বক্তব্য, নরেন্দ্র মোদিকে হারানো এখন বিরোধীদের একমাত্র লক্ষ্য৷ তাই কাশ্মীর থেকে কণ্যাকুমারী বিরোধীরা একজোট হওয়ার চেষ্টা করছেন৷

বিজয়া রাহাতকর বলেন, বিরোধীরা নানা অজুহাতে নরেন্দ্র মোদীর দিকে প্রশ্ণ তুলছেন৷ তাঁর কটাক্ষ, নরেন্দ্র মোদীকে যাঁরা প্রশ্ণ করছেন জনগন তাঁদের ক্ষমা করবেন না৷ তিনি বলেন, দেশে গত পাঁচ বছরে ৯ কোটির অধিক শৌচালয় নির্মাণ হয়েছে৷ তাতে, মহিলাদের খোলা জায়গায় শৌচ করতে যেতে হয় না৷

তিনি সুর চড়িয়ে বলেন, চোরেরা আজ চৌকিদারের বিরুদ্ধে একজোট হয়েছে৷ কারন, নরেন্দ্র মোদির জন্য দূর্নীতি দমন হচ্ছে৷ তাঁর মতে, নরেন্দ্র মোদী দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন৷ তাই এবারের নির্বাচনে লড়াই হবে রাষ্ট্রবাদী এবং রাষ্ট্রবিরোধীর মধ্যে৷ তিনি ডাক দেন, দেশের কল্যাণে চৌকিদারীর সংকল্প নিন৷ নরেন্দ্র মোদি আবার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *