সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা পাটনায়, অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৪ জনের

পাটনা, ২৫ মার্চ (হি.স.): সাত সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা বিহারের রাজধানী পাটনায়| সোমবার সকালে পাটনা জেলার বক্তিয়াপুর থানার থানা এলাকায় যাত্রীবোঝাই একটি অটো-রিক্সা এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়| জোরালো সংঘর্ষের জেরে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় অটোটি, সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাকটিও| ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, এছাড়াও আরও ১১ জন কমবেশি আহত হয়েছে|

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সোমবার সকালে বক্তিয়াপুর থানা এলাকায় বারহ-বক্তিয়াপুর রোডে যাত্রীবোঝাই অটো এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনার পরই বিকট শব্দ শুনে ওই স্থানে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় খবর দেওয়া থানায়| ততক্ষণে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ| পুলিশ সূত্রের খবর, গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা| বাকি ১১ জন এখনও হাসপাতালে চিকিত্সাধীন| ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ| পাশাপাশি মৃতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *