নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৮ মার্চ৷৷ লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে সোমবার বিকেলে খোয়াইয়ের পদ্মবিল বাজারে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বামফ্রন্টের প্রার্থী জিতেন্দ্র চৌধুরী৷ এছাড়া উপস্থিত ছিলেন সি পি আই এম খোয়াই বিভাগীয় সম্পাদক পদ্ম কুমার দেববমা সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ বেলছড়া সিপিআইএম লোকাল কমিটির উদ্যোগে এই নির্বাচনে সমাবেশের আয়োজন করা হয়৷

খোয়াইয়ের পদ্মবিল বাজারে বামফ্রন্টের নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী জিতেন্দ্র চৌধুরী কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্য বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন৷ বিজেপির নেতৃত্বাধীন সরকারকে কেলেনারির সরকার বলে তিনি আখ্যায়িত করেন৷ বিজেপি জাতপাত ধর্ম বর্ণের নিরিখে দেশকে বিভাজন করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেন৷ দেশের অখন্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার তাগিদেই বিজেপিকে কেন্দ্রের শাসন ক্ষমতা থেকে বিতাড়িত করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন৷ বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার আগে দেশবাসীকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার একটিও পূরণ করেনি বলে অভিযোগ করেন জিতেন বাবু৷ তিনি বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের কঠোর সমালোচনা করেন৷ বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা পালন করছে না বলে অভিযোগ আনেন তিনি৷ তারা রাজ্যবাসীর সঙ্গে প্রতারণা করে চলেছে৷ বিজেপি সরকারের প্রতি রাজ্যবাসী মোহভঙ্গ হতে শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন৷ আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যবাসীকে এর যোগ্য জবাব দিতে আহ্বান জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী৷ উল্লেখ্য অন্যান্য রাজনৈতিক দলগুলো লোকসভা নির্বাচনে এখনো প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করতে পারেনি৷ রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম দুটি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষনা করে ইতিমধ্যে নির্বাচনী প্রচারে ময়দানে নেমে পড়েছে৷ বিজেপি এবং কংগ্রেস প্রার্থী ঘোষণা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছে ঠিক সেই সময়ে খালি মাঠে ভোট প্রচারে একধাপ এগিয়ে চলেছে সিপিআইএম৷

