পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ ৪১ মাইল এলাকার বাসিন্দাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ পানীয় জলের দাবিতে আট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রেখেছেন তেলিয়ামুড়ার ৪১ মাইল এলাকার জনসাধারণ। সরকারি আশ্বাসে প্রায় চার ঘণ্টা পর অবরোধমুক্ত হয় সড়ক। বসন্তের মরশুম শুরু হতেই ত্রিপুরায় পাহাড়ি এলাকার ঝরনা-সহ জলের প্রাকৃতিক উৎসগুলি শুকিয়ে যাচ্ছে। তাই রাজ্যের বিভিন্ন এলাকার পাহাড়ি জনপদগুলিতে পানীয় জলের সঙ্কট দেখা দিতে শুরু করেছে। ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত ৪১ মাইল এলাকায় বসবাসকারী মানুষজন গত কিছু দিন ধরে জল সঙ্কটে ভুগছেন। এলাকাবাসীর অভিযোগ, জল সঙ্কট নিরসনের জন্য রাজ্য সরকারের পানীয়জল, জনস্বাস্থ্য ও কারিগরি দফতর থেকে যে সকল ব্যবস্থা নেওয়া হয়েছিল তা দীর্ঘ দিন ধরে অকেজো হয়ে পড়ে আছে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দফতরকে জানালেও কোনও কাজ হয়নি। তারপরও এত দিন জলের প্রাকৃতিক উৎস থেকে তাঁরা কাজ চালিয়ে নিচ্ছিলেন। কিন্তু শুখা মরসুম আসতেই এই সকল প্রাকৃতিক উৎসে টান পড়েছে। তাই তারা বাধ্য হয়ে ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন। সড়ক অবরোধের জেরে রাস্তার দুই দিকে ছোট বড় গাড়ির দীর্ঘ লাইন পড়ে গেছে। সমস্যায় পড়তে হয়েছে দূরপাল্লার যাত্রীদের। আটকে রয়েছে অ্যাম্বুলেন্সও। অবরোধ শুরুর প্রায় তিন ঘণ্টা পর মুঙ্গিয়াকামী ব্লকের বিডিও ঘটনাস্থলে পৌঁছান বলে রাস্তায় আটকে পড়া যাত্রীরা জানিয়েছেন। বিডিও ক্ষুব্ধ অবরোধকারীদের বোঝান. দ্রুত তাঁদের পানীয় জলের সমস্যা সমাধান করা হবে। এই আশ্বাসের ভিত্তিতে প্রায় ৪ ঘণ্টা পর জাতীয় সড়ক অবরোধ মুক্ত হলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে যদি দ্রুত তাঁদের সমস্যার সমাধান না হয় তা হলে অদূর ভবিষ্যতে আবার জাতীয় সড়ক অবরোধ করবেন বলে হুমকি দিয়েছেন ৪১ মাইল এলাকার নাগরিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *