লোকসভা ভোটে শঙ্কর দত্ত ও জীতেন চৌধুরীর উপরই ভরসা রাখল বামফ্রন্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ প্রত্যাশিত ভাবেই লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট৷ শঙ্কর প্রসাদ দত্ত এবং জীতেন চৌধুরীর উপরই ভরসা রেখেছে বামেরা৷ শুধু তাই নয়, দাবি করল বিজেপির বিরুদ্ধে রাজ্যে লড়াইয়ের ক্ষমতা রয়েছে একমাত্র বামেদের৷ ফলে, সরাসরি প্রস্তাব না দিলেও৷ লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী যেন না দেয়, সেই ইচ্ছা আকার ইঙ্গিতে বোঝালেন বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর৷ তিনি বিদ্রুপের সুরে বলেন, রাজ্যে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস দৃঢ় ভাবে লড়াই করতে পারবে, তার কোন নিশ্চয়তা নেই৷


লোকসভা নির্বাচনে রাজ্যের দুইটি আসনে বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করেছে৷ মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা আসনের জন্য বিদ্যমান দুই সাংসদকে আবারও প্রার্থী করা হয়েছে বলে ঘোষণা দেন বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর৷ তিনি জানান, পশ্চিম ত্রিপুরা আসনের জন্য শংকরপ্রসাদ দত্ত এবং জনজাতি সংরক্ষিত পূর্ব ত্রিপুরা আসনে জিতেন্দ্র চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ তাঁরা দুজনেই বামফ্রন্টের প্রধান শরিক দল সিপিএমের সদস্য এবং লোকসভার বর্তমান সাংসদ৷
এদিন সাংবাদিক সম্মেলনে সিপিআই (এম)-এর ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাস-সহ শরিক দল সিপিআই, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লকের নেতারাও উপস্থিত ছিলেন৷ তাঁদের পাশে বসিয়ে বিজন ধরের দাবি, বামপন্থীদের কাছে আসন্ন লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ রাজ্যের প্রতিটি মানুষ বামপন্থীদের ওপর সম্পূর্ণ আস্থাশীল৷ তাঁরাই বিজেপি সরকারের পতন ঘটাবেন, দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন বিজন ধর৷


তাঁর দাবি, মোদীর নেতৃত্বে বিজেপি পরিচালিত এনডিএ সরকার তাদের পাঁচ বছরের শাসনে দেশবাসীর চরম ক্ষতি করেছে৷ ভারতের সংবিধানের মূল স্তম্ভ ধর্মনিরপেক্ষতা, মানুষের গণতান্ত্রিক অধিকার এবং মানুষের জীবনমানের প্রশ্ণে এমন-সব নীতি আরোপ করেছে যার ফলে সাধারণ মানুষ তাদের হটানোর জন্য প্রস্তুত৷ তাঁর অভিযোগ, বিজেপি-র প্রধান দুই নীতি হল দলিত, সংখ্যালঘু মানুষের ওপর আক্রমণ এবং উদারনীতি, বিদেশি পুঁজিপতিদের দেশের সম্পদ লুট করার সুযোগ দেওয়া৷ বর্তমান এনডিএ সরকারের সময় কৃষক আত্মহত্যার ঘটনা ৪০ শতাংশ বেড়েছে৷ এই পরিস্থিতিতে দেশের সংসদে বামফ্রন্ট প্রতিনিধির সংখ্যা বাড়ানোর জন্য ভোটারদের আহ্বান জানান বিজনবাবু৷বিজনবাবু বলেন, রাজ্যে সরকার গঠনের আগে বিজেপি রাজ্যের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা তারা পালন করেনি৷ রাজ্যের মানুষ বিজেপি-র স্বাদ পেয়ে গেছেন৷ তাই এবার লোকসভা নির্বাচনে রাজ্যের পাশাপাশি গোটা দেশের মানুষ চাইছেন মোদী সরকারের পতন, বলেন বিজন ধর৷ বিজন ধর আশাবাদী, ত্রিপুরার দুই আসনে সিপিআইএম প্রার্থী শংকরপ্রসাদ দত্ত এবং জিতেন্দ্র চৌধুরী বিপুল ভোটে বিজয়ী হবেন৷
সাথে যোগ করেন, এরাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা রয়েছে একমাত্র বামপন্থীদের৷ নির্বাচনে বামেরাই বিজেপি জোটকে কড়া টক্কর দেবে৷ তাঁর দাবি, অতীতেও বিরোধী দল সিপিএম থেকেই রাজ্যের মানুষ দিল্লিতে প্রতিনিধি পাঠিয়েছেন৷ তাঁর কথায়, কংগ্রেস বিজেপির বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করতে পারবে তার কোন গ্যারান্টি নেই৷ পাশাপাশি তিনি কংগ্রেসের সাথে জোটের বিষয়টি উড়িয়ে দেন৷ তাঁর দাবি, এরাজ্যে কংগ্রেসের সাথে কোনভাবেই জোট হচ্ছে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *