বিমান দুর্ঘটনায় মৃত ভারতীয় শিখার পরিবারের খোঁজে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ

আদ্দিস আবাবা, ১১ মার্চ (হি.স.) : ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় মৃত চার ভারতীয়ের মধ্যে ছিলেন সরকারের সঙ্গে যুক্ত ইউএন কনসালট্যান্ট শিখা গর্গ। সোমবার ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ তাঁর ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্টে জানিয়েছেন, তাঁর মন্ত্রক থেকে বহুবার শিখার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছে। তাঁর স্বামীকেও বার বার ফোন করা হয়েছে। কিন্তু কোনও ভাবেই যোগাযোগ করা যায়নি। তিনি অনুরোধ করছেন, যদি কেউ শিখার পরিবারকে চেনেন, তাহলে তাঁকে সাহায্য করতে।


রবিবার ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় ক্রু সহ ১৫৭ জনের মৃত্যু হয়েছে৷ বিমান উড়ার কিছুক্ষনের মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমানটি৷ জানা গিয়েছে, দুর্ঘটনায় ভেঙে পড়েছে বিমানটি৷ অন্তত ১৪৯ জন যাত্রী ছিলেন এই বিমানে৷ এছাড়া আরও ৮ জন বিমান কর্মী ছিলেন৷ সব মিলিয়ে সংখ্যাটা ১৫৭ জন৷প্রয়াত শিখা গর্গ রাষ্ট্রপুঞ্জের ডেভলফমেন্ট প্রোগ্রামের কনসালট্যান্ট ছিলেন এবং পরিবেশ মন্ত্রকের হয়ে কাজ করতেন।রাষ্ট্রপুঞ্জের পরিবেশ বিষয়ক একটি প্রোগ্রামের বৈঠকে অংশ নিতে নাইরোবি যাচ্ছিলেন তিনি। এই দুর্ঘটনায় আরও যে সব ভারতীয়র প্রাণ গিয়েছে, তাঁরা হলেন বৈদ্য পন্নাগেশ ভাস্কর, বৈদ্য হানসি আন্নাগেশ এবং নুকাভারাপু মণীষা।