পানীয় জল ও শিক্ষকের দাবিতে সুকল ছাত্রদের রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৯ মার্চ৷৷ পানীয় জল এবং শিক্ষকের দাবিতে শনিবার কৈলাসহরে ফেরোজনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করল ছাত্ররা৷

অভিযোগ, এই সুকলে পরিশ্রুত পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের৷ বহুবার সুকল কর্তৃপক্ষের কাছে এই সমস্যা সমাধানের দাবি জানানো হলেও কোনও প্রতিকার পায়নি ছাত্ররা৷ এদিকে, শিক্ষক ঘাটতি ক্রমেই মারাত্মক আকার ধারন করে সুকলে৷ ছাত্রদের অভিযোগ, শিক্ষক স্বল্পতার কারণে পঠন পাঠন এই সুকলে লাটে উঠেছে৷ প্রয়োজনীয় বিষয় শিক্ষকের জন্য সুকল কর্তৃপক্ষের বহুবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ কিন্তু, প্রশাসনিক জটিলতার অজুহাত দেখিয়ে শিক্ষক স্বল্পতার সমস্যার সমাধান করছে না রাজ্য সরকার৷

শনিবার বিদ্যালয়ের ছাত্ররা বাবুরবাজার এলাকায় পানীয় জলের সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় শিক্ষকের দাবিতে রাস্তা অবরোধ করে৷ খবর পেয়ে কৈলাসহর মহকুমা শাসক অবরোধস্থলে ছঁুটে যান৷ সেখানে ক্ষুব্ধ ছাত্রদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহারের সক্ষম হন মহকুমা শাসক৷ তিনি ছাত্রদের প্রতিশ্রুতি দিয়েছেন শীঘ্রই এই দুটি দাবি পূরণ করা হবে৷ এদিনের এই অবরোধের ফলে নিত্য যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *