রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা পাক ড্রোনের, বিএসএফ গুলি ছুঁড়তেই ইউ-টার্ন

শ্রীগঙ্গানগর (রাজস্থান), ৯ মার্চ (হি.স.): সীমান্ত পেরিয়ে ফের ভারতে ঢোকার চেষ্টা করল পাকিস্তানি ড্রোন| জম্মু ও কাশ্মীরের পর এবার রাজস্থান| যদিও, সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র তত্পরতায় ড্রোনটি পাকিস্তানের দিকে ফিরে যায়| শনিবার সকাল পাঁচটার ঘটনা| রাজস্থানের শ্রীগঙ্গানগরের কাছে হিন্দুমালকোট সীমানায় পাহারা দিচ্ছিলেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর জওয়ানরা| অত্যন্ত সকালের সুযোগ নিয়ে সেই সময় ভারতে ঢোকার চেষ্টা চালায় পাকিস্তানি ড্রোন| সতর্ক ছিল বিএসএফ| পাক ড্রোন নজরে পড়া মাত্রই গুলি ছুঁড়তে শুরু করেন বিএসএফ জওয়ানরা| ফলে বাধ্য হয়ে ড্রোনটি ফিরে যায় পাকিস্তানে|

বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল তখন পাঁচটা হবে, রাজস্থানের শ্রীগঙ্গানগরের কাছে হিন্দুমালকোট সীমানায় পাহারা দিচ্ছিলেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর জওয়ানরা| সেই সময় ভারতে ঢোকার চেষ্টা চালায় পাকিস্তানি ড্রোন| পাক ড্রোন নজরে পড়া মাত্রই গুলি ছুঁড়তে শুরু করেন বিএসএফ জওয়ানরা| ফলে বাধ্য হয়ে ড্রোনটি ফিরে যায় পাকিস্তানে| সাত সকালে গুলির শব্দ শুনতে পান পশ্চিম সীমান্তের কাছাকাছি থানা গ্রামবাসীরাও|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *