সামনেই নির্বাচন, উদ্বোধনের হিড়িক, রাজ্য ও রাজ্যবাসীকে স্বনির্ভর করে তোলাই মূল লক্ষ্য ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ সম্ভবত চলতি সপ্তাহেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে৷ ফলে, তার আগেই উদ্বোধন পর্ব সেরে নিতে চাইছে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ সে অনুযায়ী বুধবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একাধিক প্রকল্পের উদ্বোধন করেন৷ তবে, এই সমস্ত প্রকল্পের মাধ্যমে রাজ্য এবং রাজ্যবাসীকে স্বনির্ভর করে তোলাই মূল লক্ষ্য, তা তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন৷

স্টার্ট-আপ ইণ্ডিয়া ত্রিপুরা যাত্রার ভ্রাম্যমান গাড়িটির আজ পতাকা নেড়ে আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মহাকরণের প্রধান প্রবেশদ্বার থেকে এই ভ্রাম্যমান গাড়িটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়৷ এই মোবাইল ভ্যানটি রাজ্যের বিভিন্ন প্রান্তের ২৮টি সুকল এবং কলেজ সফর করবে৷ ভ্রাম্যমান গাড়িটি আগামী ১৬ মার্চ পর্যন্ত রাজ্যে অবস্থান করবে এবং বিভিন্ন এলাকা সফর করবে৷

স্টার্ট-আপ ইণ্ডিয়া ত্রিপুরা যাত্রার সূচনা করে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, দেশের যুবকদের কিভাবে স্বরোজগারের মাধ্যমে স্বনির্ভর করা যায় সেই দিকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছেন৷ বর্তমান রাজ্য সরকারও সেই দিশাতেই কাজ করে চলেছে৷ পূর্বতন সরকার স্ব-রোজগারের প্রকৃত সংজ্ঞাই নিরূপিত করতে পারেননি বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ তিনি বলেন, দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে স্বরোজগার হচ্ছে একটি বড় মাধ্যম৷ রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ৮২০টি নতুন ছোট শিল্প স্থাপনের জন্য পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত হয়েছে৷ এর ফলে চার হাজার বেকার যুবক-যুবতীর রোজগারের পথ সৃষ্টি হয়েছে৷ বিগত দিনে যুবক-যুবতীদের জন্য কোনও ধরনের সুুপরিকল্পিত দিশা ছিলো না৷ এর ফলে রাজ্যের বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে দিল্লি, মুম্বাই সহ বিভিন্ন জায়গায় পরামর্শ নেওয়ার জন্য যেতে হতো৷ মুখ্যমন্ত্রী জানান, এই ভ্রাম্যমান গাড়িটিতে থাকা ভিডিও স্ক্রিনে বিভিন্ন তথ্য দেখানো হবে৷ তা দেখে বিদ্যালয় এবং কলেজের ছাত্র-ছাত্রীরা আধুনিক প্রযুক্তিগত বিষয়ে সম্যক ধারনা নিতে পারবে৷ কোন কোন বিষয়ে কি ধরনের পড়াশুনা করলে রোজগারের পথ সৃষ্টি হবে তাও জানতে পারবে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশকে স্ব-নির্ভরতার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবার জন্যই এই স্টার্ট-আপ ইণ্ডিয়া ভ্রাম্যমান গাড়িটির মাধ্যমে ঘরে ঘরে তরুণ প্রজন্মের কাছে নয়া দিশা খলে দিয়েছেন৷ সারা রাজ্যব্যাপী এই মোবাইল ভ্যানটি যখন সফর করবে তখন যুবকরা স্বরোজগার হওয়া সম্পর্কে এক নতুন দিশা পাবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন৷

রাধানগর মার্কেট কমপ্লেক্সের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, এখানকার মানুষের মধ্যে স্বরোজগারের মানসিকতা তৈরি হচ্ছে৷ রাজ্য সরকারও সেই লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেছে৷ মুখ্যমন্ত্রী বলেন, শুধু মুখে বললেই উন্নয়ন হয় না৷ তা করে দেখাতে হয়৷ রাজ্যকে উন্নত করার লক্ষ্যে রাজ্যসরকার বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে৷ শহর এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আরবান ডেভেলপমেন্ট অথরিটি গঠন করা হয়েছে৷ এই অথরিটি শহর এলাকায় উন্নয়নের জন্য পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ণ করতে পারবে৷ এই আরবান ডেভেলপমেন্ট অথরিটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলেও বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ণ করতে পারবে৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা ছোট রাজ্য, জায়গা কম৷ জায়গার মূল্যও বেশী৷ এখানে কম জায়গা ব্যবহার করে কিভাবে পরিকাঠামোগত উন্নয়ন করা যায় তার জন্য বিল্ডিং রুলস পরিবর্তন করা হয়েছে৷ এর ফলে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে অধিক উচু দালান বাড়ি তৈরি করা যাবে৷ জায়গা ব্যবহার কম হলে জায়গার দামও কম হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক জনমুখী প্রকল্প মানুষের কল্যাণের জন্য বাস্তবায়ণ করা হচ্ছে৷ তিনি বলেন, নরেন্দ্র মোদি সমাজের সব অংশের মানুষের জন্য জনমুখী কাজ করছেন৷ সমাজের শেষ প্রান্তের মানুষের কাছেও প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের সুুবিধা পৌঁছে দেওয়া হয়েছে৷ তা সৌভাগ্য যোজনাই হোক আর প্রধানমন্ত্রী আবাস যোজনাই হোক৷ এবারের বজেটেও প্রধানমন্ত্রী দেশের কৃষকদের কল্যাণে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করেছেন৷ এই প্রকল্পে একজন কৃষক বছরে  ৬০০০ টাকা  পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন৷

আড়ালিয়া মার্কেটের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার গাঁজার পরিবর্তে ফুল ও ফলের বাগিচা করার উদ্যোগ নিয়েছে৷ সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রধান প্রধান রাস্তার দু’ধারে ফুল ও ফলের গাছ লাগানো হবে৷ রাস্তার পাশে যেসব পরিবার বসবাস করে তারা এই ফুল ও ফল গাছের রক্ষণাবেক্ষণ করবেন৷ এইজন্য তাদের মাসে ২০০ টাকা করে দেওয়া হবে৷

মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা হবে একমাত্র রাজ্য যেখানে এতো ফুল ও ফলের সমারোহ ঘটবে৷ বাইরের পর্যটকদেরও রাজ্যের এই নির্মল পরিবেশ আক’ষ্ট করবে৷ ত্রিপুরাবাসীর মধ্যে ইতিবাচক মনোভাবের স’ষ্টি হবে৷ বর্তমান রাজ্য সরকার সেই দিশাতেই কাজ করছে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন৷

মুখ্যমন্ত্রী বলেন, রোজগার করার জন্য আয়ের উৎস হিসেবে সরকারি চাকরির পাশাপাশি বেকারদের স্বরোজগারি করার বিভিন্ন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ তিনি বলেন, কোনও ব্যক্তির মানসিকতার মধ্য দিয়ে তাকে দরিদ্র কিংবা ধনী বলে চিহ্ণিত করা যায়৷ কোনও ব্যক্তির মধ্যে যদি উদ্যম ও নিষ্ঠা থাকে তাহলে সেই ব্যক্তি স্বাস্থ্যকর প্রতিযোগিতার মধ্য দিয়ে সমাজে প্রতিষ্ঠিত কিংবা ধনী হয়ে উঠতে পারে৷

মুখ্যমন্ত্রী আরও বলেন, নরেন্দ্র মোদিই একমাত্র প্রধানমন্ত্রী যিনি কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি সমান কিস্তিতে বছরে ৬ হাজার টাকা করে পৌঁছে দেওয়ার ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছেন৷ এই ঐতিহাসিক পদক্ষেপের ফলে রাজ্যের কৃষকরাও উপকৃত হবে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন৷ মঠ চৌমুহনী বাজারে মাছ ও সব্জি মার্কেট শেডের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, এখন থেকে আর রোদ, বৃষ্টি, ঝড়ে ক্রেতা-বিক্রেতাদের কষ্ট করতে হবে না৷ যা যেকোন বাজারের পক্ষে ভাল দিক৷ রাজ্যে যাদের বেকার বলে সম্বোধন করা হয় তাদের বেকার না বলে বেরোজগার বলা বেশি শোভনীয়৷ তিনি আরও বলেন, বেকারদের কর্মসংস্থানের দায়িত্ব রাজ্য সরকারের৷ বিগত সরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ না করাই হল বর্তমানে রাজ্যে বেকার সমস্যার মূল কারণ৷ তিনি বলেন, দেশের গরীবরা মানসিকভাবে দুর্বল নয়৷ আগে গরীব ও দুর্বল শ্রেণীর মানুষদের নিয়ে রাজনীতি করা হত৷ কিন্তু নরেন্দ্র মোদি সরকার এই ব্যবস্থার পরিবর্তন করেছে৷ বর্তমান কেন্দ্রীয় সরকার প্রকৃতভাবেই গরীব শ্রেণীর মানুষের উন্নয়নে কাজ করে চলছে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনা, সৌভাগ্য যোজনা, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে দেশের দুর্বল শ্রেণীর মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে৷ আমাদের কৃষকরাও এই প্রকল্পের সুুবিধা পেতে শুরু করেছেন৷ মুখ্যমন্ত্রী নবনির্মিত সব্জি ও মাছ বিক্রির জন্য বাজার শেডের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *