আন্তর্জাতিক মঞ্চে একঘরে পাকিস্তান, কোনও দেশ পাকিস্তানের পাশে নেই : অমিত শাহ

উমারিয়া (মধ্যপ্রদেশ), ২ মার্চ (হি.স.): আন্তর্জাতিক মঞ্চে একঘরে পাকিস্তান। কোনও দেশ পাকিস্তানকে সমর্থন করছে না। শনিবার মধ্যপ্রদেশের উমারিয়ায় দলীয় সভায় এমনই জানালেন বিজেপি সভাপতি অমিত শাহ। পাশাপাশি এয়ারস্ট্রাইক নিয়ে সন্দেহে প্রকাশ করার জন্য বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। এদিন মধ্যপ্রদেশের উমারিয়ায় বিজেপির ‘বিজয় সঙ্কল্প বাইক র‌্যালি’-তে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, আন্তর্জাতিক স্তরে পাকিস্তান এখন একঘরে। কোনও দেশ পাকিস্তানের পাশে নেই। নরেন্দ্র মোদী সরকারের জন্যই এমন কূটনৈতিক জয় সম্ভব হয়েছে।

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এয়ারস্ট্রাইক নিয়ে সন্দেহ প্রকাশ করার জন্য রাহুল গান্ধীর নিন্দায় সরব হয়ে অমিত শাহ বলেন, সমস্ত বিরোধী দলগুলি বায়ুসেনার এয়ারস্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছে। ২৬/১১ জঙ্গি হামলার পর রাহুল গান্ধীর সাহস হয়নি পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার। তেমন কোনও সাহসই রাহুল গান্ধীর ছিল না। এয়ারস্ট্রাইক যে হয়েছে তা পাকিস্তানি সংবাদমাধ্যম এবং সে দেশের সংসদ স্বীকার করে নিয়েছে। যে সন্ত্রাসবাদী সংগঠনের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে তারাও মেনে নিয়েছে। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী এয়ারস্ট্রাইক যে হয়েছে তা মানছেন না। সামরিক বাহিনীর জওয়ানদের দিকে আঙ্গুল তোলার জন্য লজ্জিত হওয়া উচিত এই সকল রাজনীতিবিদদের। বিরোধীরা যা বলছে তা খুশি পাকিস্তান। ভোটব্যাঙ্কের জন্য এমন রাজনীতি করছে কংগ্রেস।


অমিত শাহ আরও বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে জিতিয়ে নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী করার জন্য দেশবাসী অঙ্গীকারবদ্ধ। এক কোটিরও বেশি বিজেপি কর্মী বাইকে করে দেশের ৩৮০০টি জায়গায় গিয়ে বিজেপিকে জেতানোর বার্তা দেবে। বিরোধীরা টাকা এবং জাতপাতের নামে নির্বাচন লড়তে নেমেছে। অন্যদিকে জন সম্পর্ক বা লোক সম্পর্কের মাধ্যমে নির্বাচনী লড়াই চালাচ্ছে বিজেপি। দেশের ৫০ কোটি গরিব মানুষের জীবনের উন্নয়নের কাজ করেছে বিজেপি। আর্থিক বৃদ্ধিতে বিশ্বে দ্রুতগতিতে এগিয়ে চলেছে ভারত। পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে দেশ এখন সুরক্ষিত। অন্যদিকে কাউকে প্রধানমন্ত্রী বানানোর জন্য নির্বাচনে লড়তে নেমেছে কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *