অপেক্ষা আর মাত্র একদিনের অপেক্ষা, ৩ মার্চ আমেঠিতে আসছেন প্রধানমন্ত্রী

আমেঠি, ২ মার্চ (হি.স.): আর মাত্র একদিনের অপেক্ষা| ৩ মার্চ, রবিবার উত্তর প্রদেশের আমেঠিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে গান্ধী পরিবারকে নিশানা করতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর গড় আমেঠিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ৩ মার্চ লোকসভা কেন্দ্রে পৌঁছে জনসভা করারও পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর| লোকসভা ভোটের মুখে আমেঠিতে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পও ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী| 


আমেঠি লোকসভা কেন্দ্রের বিজেপি আহ্বায়ক রাজেশ অগ্রহরি জানিয়েছেন, ‘৩ মার্চ (রবিবার) আমেঠিতে আসবেন প্রধানমন্ত্রী| কোরবা মুন্সিগঞ্জে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি গৌরিগঞ্জের কোহার এলাকায় জনসভা করবেন প্রধানমন্ত্রী| প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বিজেপি শিবিরে যথেষ্ট উন্মাদনা রয়েছে| রাজনৈতিক মহলের বক্তব্য, আমেঠি সফরে এসে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী-সহ গান্ধী পরিবারকে আক্রমণ করতে পারেন প্রধানমন্ত্রী| উল্লেখ্য, এর আগে ২৭ ফেব্রুয়ারি আমেঠি সফরে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর| কিন্তু, অনিবার্য কারণে সেই সফর বাতিল করা হয়েছে| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *