পেট্রোল পাম্পে ডাকাতি, যুক্ত ৬ জনই পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ উদয়পুরের মহারানীতে পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় যুক্ত ছয়জনকেই পুলিশ গ্রেফতার করেছে৷ গতকাল চারজনকে পুলিশ গ্রেফতার করেছিল আজ বাকি দুইজনকেও গ্রেফতার করতে পুলিশ সক্ষম হয়েছে৷ তাদের কাছ থেকে ৬টি মোবাইল, ৩৪,৮৩০ টাকা, একটি পিস্তল, ৪টি বুলেট, একটি এয়ারগান ও কিছু লোহার বল উদ্ধার হয়েছে৷

বৃহস্পতিবার গোমতী জেলা পুলিশ সুপার আভুলা রমেশ রেড্ডি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, লুটের টাকায় তারা একটি বাইকও কিনেছিল৷ তিনি জানান, পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় পুষ্প সাধান জমাতিয়া, কৃষ্ণবাবু মলসুম, স্বপন দেববর্মা, ভিক্টর জমাতিয়া, ফাল্গুন জমাতিয়া এবং দয়াল জমাতিয়াকে গ্রেফতার করা হয়েছে৷ তারা সকলেই আত্মসম্পনকারী বৈরী বলে পুলিশ জানিয়েছে৷ উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি উদয়পুরের মহারানীতে পেট্রোল পাম্পে ১ লক্ষ ৩০ হাজার টাকা লুট করেছিল ওই ডাকাতদল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *