শিমলা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): এখনও খোঁজ মেলেনি গত ২০ ফেব্রুয়ারি কিন্নর জেলার নামগিয়ায় তুষারধসে আটকে পড়া পাঁচ সেনার। এদিকে রাজ্যজুড়ে বেড়েই চলেছে শৈত্যপ্রবাহ। মঙ্গলবার থেকে নতুন করে ভারী তুষারপাত হতে পারে বলে সোমবার পূর্বাভাস দিয়েছে শিমলার আবহাওয়া দফতর। একইসঙ্গে আগামী ২৬ ফেব্রুয়ারি উচ্চ ও মধ্য পাহাড়ি অঞ্চলে তুষারপাতের সঙ্গে ভারী বৃষ্টি এবং অপেক্ষাকৃত নিম্ন পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে, কিন্নরে নিখোঁজ ৫ সেনাকে উদ্ধার করতে এখনও অভিযান চালাচ্ছে সেনা ও জেলার উদ্ধারকারী দল। বিগত বেশ কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে তাপমাত্রাও রয়েছে স্বাভাবিকের থেকে অনেক নিচে।
শিমলার আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত রাজ্যের উপজাতি জেলা লাহল-স্পিতির প্রশাসনিক কেন্দ্র কিলংয়ে ২ সেন্টিমিটার (সেমি) এবং অপর উপজাতি জেলা কিন্নরের প্রশাসনিক কেন্দ্র কালপায় ৯ সেমি তুষারপাত হয়েছে। রাজ্যে ধারাবাহিকভাবে শীতলতম স্থানে রয়েছে কিলং। এদিন কিলংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াসে এবং কালপার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াসে। স্থানীয় সূত্রের খবর, তুষারধসে বরফের চাঁই নেমে আটকে দিয়েছে বহু রাস্তা৷ ফলে রাজ্যের অনেক রাস্তাতেই গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে৷ বেশির ভাগ জায়গায় কাজ করছে না কোনও যোগাযোগ ব্যবস্থা, বন্ধ হয়েছে পানীয় জল সরবরাহও। অন্যদিকে, শিমলার কুফরিতে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১.১ ডিগ্রি সেলসিয়াস এবং কুল্লুর মানালির সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ০.৪ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিন রাজধানী শিমলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.১ ডিগ্রি সেলসিয়াসে, যেখানে ডালহাউসি এবং সোলানের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ০.৮ ডিগ্রি ও ২.৫ ডিগ্রি সেলসিয়াস।