মুম্বই, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ম্যাচের প্রাক্কালে বিশ্বরেকর্ডের মুখে দাঁড়িয়ে ‘হিট ম্যান’ রোহিত শর্মা। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার বিশ্বরেকর্ড রয়েছে মার্টিন গাপ্টিল ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের কাছে। দু’জনেই ১০৩টি করে ছক্কা মেরেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে টি-২০তে রোহিত শর্মা এখন পর্যন্ত ১০২টি ছক্কা মেরেছেন। আর মাত্র দুটি ছক্কা মারলেই নতুন বিশ্বরেকর্ডের মালিক হবেন রোহিত।

এখন পর্যন্ত টি-২০ আন্তর্জাতিকে মাত্র তিনজন ব্যাটসম্যানই ১০০ বা তার বেশি ছক্কা মেরেছেন। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন যুবরাজ সিং (৭৪)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে রোহিতকে বিশ্রাম দেওয়ার কথা হলেও শেষ পর্যন্ত তা হয়নি। কাজেই বিশাখাপত্তনমে আগামীকাল রবিবার প্রথম টি-২০তে তাঁকে দেখা যাবে। তবে এই সিরিজে ভারত পাচ্ছে না হার্দিক পান্ডিয়াকে। হার্দিকের জায়গায় টিমে এসেছেন অজয় জাডেজা। বিশ্বকাপের আগে এটা তাঁর কাছে এটা একটা সুযোগ।এরই মধ্যে আবার কুলদীপ যাদবের পাল্টা চমক হিসেবে অজিরা নিয়ে এসেছেন ডার্সি শর্টকে। যাঁর বোলিং গুরু আবার শ্রীধরন শ্রীরাম। গত বছর থেকেই বাঁ হাতি লেগস্পিনার হিসেবে হিসেবে উত্থান শর্টের। এই মরসুম টি-২০ ও একদিনের ফর্ম্যাট, দু’ধরনের ক্রিকেটেই দারুণ সফল। বিগ ব্যাশে ৫৫৯ রান করেছেন যেমন, তেমনই ১৫ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট।