নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কাঞ্চনপুরের সুভাষনগর এলাকার উড়িছড়া গ্রামে।জানা গেছে, আজ মঙ্গলবার সকালে জলের মটরের মাধ্যমে পুকুর থেকে জল তুলতে গিয়েছিলেন রঞ্জন দেব নামের এক ব্যক্তি। অসাবধনতার ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলে গ্রামের জনতা জানিয়েছেন।

গ্রামের প্রত্যক্ষদর্শীদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। জানা গেছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ময়না তদন্ত শেষে নিহত ব্যক্তির মৃতদেহ তাঁর পরিবারের হাতে হস্তান্তর করেছে পুলিশ।এদিকে রঞ্জন দেবের মৃত্যুতে তাঁর পরিবারে শোকের ছায় নেমে আসে। গোটা বাড়িতে কান্নার রোল ওঠে। পুলিশ জানিয়েছে, রঞ্জন দেব আজ সকালে তাঁর বাড়ির পুকুর থেকে পাম্পের মাধ্যমে জল তুলছিলেন। আচমকা তাঁর পা বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে যাওয়ায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।