লখনউ, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : বাজেট পেশ উপলক্ষ্যে উত্তরপ্রদেশে বিধানসভায় বিরোধীদের হইহট্টগোলের জেরে চূড়ান্ত বিশৃঙ্খলা। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সমাজবাদী পার্টির বিধায়কদের গুণ্ডা বলে অভিহিত করেছেন তিনি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি এবং কংগ্রেসের বিধায়কেরা বিধানসভার ভেতর যে ধরণের আচরণ করেছে তা অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক। এমন ধরণের আচরণ গণতন্ত্রকে দুর্বল করে দেয়।
মঙ্গলবার বাজেট পেশ উপলক্ষ্যে উত্তরপ্রদেশের বিধানসভায় যৌথ অধিবেশনে ভাষণ দিতে ওঠেন রাজ্যপাল রাম নায়েক। সেই সময় প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে শুরু করেন সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, কংগ্রেস বিধায়কেরা। এমনকি বিরোধী বেঞ্চ থেকে রাজ্যপালকে লক্ষ্য করে কাগজও ছোড়া হয়। রাজ্যের কৃষকদের দুরবস্থা নিয়ে স্লোগান দিতে থাকে বিরোধী বিধায়কেরা। অধিবেশন কক্ষের ওয়েলে নেমে পড়ে গিয়ে চোট পান সমাজবাদী পার্টির বিধায়ক সুভাষ পাই। তিনি মাথায় আংশিক চোট পান। কিন্তু এমন পরিস্থিতির মধ্যেও নিজের ভাষণ সম্পর্ণ করেন রাজ্যপাল রাম নায়েক। রাজ্যপালের ভাষণের পর বিরোধীদের চিৎকার চেচামেচির মধ্যে ধন্যবাদজ্ঞাপণ করে ভাষণ অধ্যক্ষ।এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, অধিবেশন কক্ষের ভেতর গুণ্ডাগিরি করছে সমাজবাদী পার্টির বিধায়কেরা। কাগজকে গোলা পাকিয়ে রাজ্যপালকে লক্ষ্য করে ছুড়েছে তারা। সমাজবাদী দলটি গুণ্ডাদের। নিজেদের অশালীন আচরণ থেকে পিছিয়ে আসছে না তারা।
এদিন সকাল ১১টা নাগাদ বাজেট অধিবেশন উপলক্ষ্যে বিধানসভা এবং বিধান পরিষদের যৌথঅধিবেশনের আয়োজন করা হয়। সেখানে নিজের বক্তৃতা শুরু করেন রাজ্যপাল। আগামী ৭ ফেব্রুয়ারি ২০১৯-২০ সালের বাজেট পেশ করা হবে। এর আগে অধিবেসন কক্ষের বাইরে বিক্ষোভ দেখাতে থাকে সমাজবাদী পার্টির বিধায়কেরা।