আপাতত গ্রেফতার করা যাবে না রাজীব কুমারকে, শিলংয়ে সিবিআই-এর সামনে দিতে হবে হাজিরা

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার| আপাতত রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে না সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| মঙ্গলবার সিবিআই মামলায় এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ| স্বস্তি দিয়েও সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে, চিটফাণ্ড মামলায় সিবিআই-এর সামনে হাজিরা দিতে হবে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে| কলকাতা অথবা দিল্লি নয়, মেঘালয়ের রাজধানী শিলংয়ের নিরপেক্ষ স্থানে সিবিআই-এর দফতরে রাজীব কুমারকে সিবিআই-এর সামনে হাজিরা দিতে হবে| মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি| এযাবত্ গ্রেফতার করা যাবে না রাজীব কুমারকে| পরবর্তী শুনানিতে রাজ্যের পক্ষ থেকে রিপোর্ট জমা দিতে হবে শীর্ষ আদালতে|

পাশাপাশি সিবিআই-এর অবমাননাকর আবেদনের প্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনার, ডিজিপি এবং পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠিয়েছে সর্বোচ্চ আদালত| আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে কলকাতার পুলিশ কমিশনার, ডিজিপি এবং রাজ্য সরকারকে নিজেদের বক্তব্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে| তাঁদের জবাব খতিয়ে দেখার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে| এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২০ ফেব্রুয়ারি| সিবিআই মামলায় সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে ধর্নামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘এই রায়ে আমাদের নৈতিক জয় হল| রাজীব কুমার কখনই বলেননি তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন না|’সারদা চিটফাণ্ড মামলার তদন্তে অসহযোগিতা করছেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার| এমনকি সিবিআই-এর তদন্তে বাধাও দিচ্ছেন তিনি| সিবিআই আধিকারিকদের হেনস্থা, চিটফাণ্ড তদন্তে বাধা দেওয়া-সহ বিভিন্ন বিষয়ে সোমবার সকালেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই| সুপ্রিম কোর্টে মঙ্গলবার সিবিআই-এর হয়ে সওয়াল করেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল| শীর্ষ আদালতে অ্যাটর্নি জেনারেল জানান, ‘রাজীব কুমার রাজ্য গঠিত সিট-এর প্রধান ছিলেন|’ পাল্টা পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙঘি বলেছেন, ‘শুধুমাত্র অপমান করতেই সিবিআই এই কাজ করেছে| কি এমন জরুরি প্রয়োজন ছিল? বিগত ৫ বছরে কোনও এফআইআর নেই| ভারতীয় দণ্ডবিধির ২০১ নম্বর (তথ্য প্রমাণ নষ্ট) ধারায় রাজীব কুমারের বিরুদ্ধে একটিও এফআইআর নেই|’ সিঙভি আরও জানান, কোনও সিবিআই অফিসারকে আটক বা গ্রেফতার করা হয়নি|

এরপরই কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে স্বস্তি দিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, রাজীব কুমারকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেফতার করা যাবে না| একইসঙ্গে রাজীব কুমারকে আগামী ২০ ফেব্রুয়ারি সশরীরের শীর্ষ আদালতে হাজিরা দিতে হবে| এখানেই শেষ নয়, স্বস্তি দিয়েও সুপ্রিম কোর্টের নির্দেশ, চিটফাণ্ড মামলায় সিবিআই-এর সামনে হাজিরা দিতে হবে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে| মেঘালয়ের রাজধানী শিলংয়ের নিরপেক্ষ স্থানে সিবিআই-এর দফতরে রাজীব কুমারকে সিবিআই-এর সামনে হাজিরা দিতে হবে|গত রবিবার কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে গিয়ে কলকাতা পুলিশের হাতে চরম হেনস্থার শিকার হন সিবিআই অফিসাররা| রবিবারের ওই ঘটনায় সিবিআই-এর পক্ষ থেকে শীর্ষ আদালতে অবমাননাকর আবেদন জানানো হয়| সিবিআই-এর অবমাননাকর আবেদনের প্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনার, ডিজিপি এবং পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠিয়েছে সর্বোচ্চ আদালত| আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে কলকাতার পুলিশ কমিশনার, ডিজিপি এবং রাজ্য সরকারকে নিজেদের বক্তব্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে| তাঁদের জবাব খতিয়ে দেখার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে| এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২০ ফেব্রুয়ারি|

প্রবীণ আইনজীবী তথা বিজেপি নেতা নলিন কোহলি জানিয়েছেন, ‘তদন্তে সিবিআই-কে সহযোগিতা করার জন্য রাজীব কুমারকে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ| এছাড়াও সশরীরে রাজীব কুমারকে শীর্ষ আদালতে হাজিরা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে|’ এদিকে, মেট্রো চ্যানেলের ধর্না মঞ্চ থেকেই সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| সুপ্রিম রায়ের প্রেক্ষিতে মমতা জানিয়েছেন, ‘এটা আমাদের নৈতিক জয়| শুধু রাজীব নয় আমি যে কোনও মানুষের পাশে আছি| সুপ্রিম কোর্টের রায় দেশের জনতার রায়| সুবিধানের জয়| দেশের নাগরিকের জয়|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *