কাবুল, ২০ জানুয়ারি (হি.স.) : আফগানিস্তানের লগার প্রদেশে গর্ভনরের কনভয়কে লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণ জঙ্গিদের। নিহত আট। পাশাপাশি গুরুতর আহত দশ। এই হামলার দায় স্বীকার করেছে তালিবানেরা।প্রশাসনের তরফে জানানো হয়েছে জঙ্গি হামলার থেকে প্রাণে বেঁচে গিয়েছেন আফগানিস্তানের লগার প্রদেশে গর্ভনর এবং প্রাদেশিক এনডিএস প্রধান প্রাণে বেঁচে গিয়েছে।মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

এই হামলার সঙ্গে যুক্ত জঙ্গিদের খোঁজে চলে তল্লাশি অভিযান। গোটা ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, কাবুল থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত লগার প্রদেশ। ওই প্রদেশে তালিবানেরা যথেষ্ট সক্রিয় বলে জানা গিয়েছে। তালিবানের তরফে দাবি করা হয়েছে আফগান স্পেশ্যাল ফোর্স একাধিক জওয়ান প্রাণ হারিয়েছে। অন্যদিকে প্রশাসনের তরফে জানা গিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহপুর আহমেদজাই বলেন, বিস্ফোরক বোঝাই গাড়ি কনভয়ের সামনে এসে বিস্ফোরণ হয়। নিহতদের মধ্যে প্রত্যেকেই নিরাপত্তা বাহিনীর জওয়ান।