তিরুবনন্তপুরম, ১৬ জানুয়ারি (হি.স.) : শবরীমালা মন্দিরকে ঘিরে ফের বিতর্ক। বুধবার ফের মন্দির ঘিরে তৈরি হল অশান্তি। বিক্ষোভকারীদের প্রতিবাদের মুখে পড়ে বুধবার সকালে মন্দিরের দরজা থেকে ফিরে আসতে হল ৩০-এর কোঠায় দুই মহিলাকে।

কনৌরের বাসিন্দা রেশমা নিশান্ত ও শানিলা সাজেশ প্রায় সাড়ে পাঁচ কিমি পথ অতিক্রম করে বুধবার ভোরবেলা মন্দিরে পৌঁছালেও তাঁদের ভিতরে ঢুকতে বাধা দেয় উন্মত্ত ভক্তরা। এদিন ভোর পাঁচটার সময়ে পুরুষদের পোশাক পরে মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন রেশমা ও শানিলা। তাঁরা জানিয়েছেন, পুলিশ নিরাপত্তা দেবে বলে নিশ্চিত করার পরই মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। বুধবার সকালে ফের অশান্তি ছড়ানোর অভিযোগে পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছে। বিক্ষোভকারীরা রাস্তায় শুয়ে পড়ে পথ আটকানোর চেষ্টা করেন। এভাবে টানা দু’ঘণ্টা টানাপোড়েন চলার পর পুলিশ জোর করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন রাজ্যে মন্ত্রী কাডাকামপল্লি সুরেন্দ্রন।