নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.) : অসহিষ্ণুতা প্রসঙ্গে পাল্টা নাসিরুদ্দিনের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। তাঁর (নাসিরুদ্দিন) নাম নিতে চাই না। তিনি যা বলেছেন তা ষড়যন্ত্রের অঙ্গ। এর প্রতিবাদ করছি বলে জানিয়েছেন উমা ভারতী।
সোমবার কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেত্রী উমা ভারতী জানিয়েছেন, ‘তাঁকে সতর্ক করে দিতে চাই। আমি তাঁর নাম নিতে চাই না। কারণ সেটার যোগ্য তিনি নন। এরকম মন্তব্যের পেছনে চক্রান্ত রয়েছে। ১৯৪৭ সালর সামাজিক বিভাজনের পরিস্থিতি তারা তৈরি করতে চাইছে। কিন্তু এটা ১৯৪৭ নয় ২০১৮। এর প্রতিবাদ করছি। যারা দেশে থেকে বিভাজন মূলক মন্তব্য করবেন দেশবাসী তাদের যোগ্য জবাব দেবে।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন বলেছিলেন, বিদ্বেষ ও অসহিষ্ণুতা পরিস্থিতি গোটা দেশে তৈরি হয়েছে। নিজেদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। আর এই মন্তব্যের পরে গোটা দেশজুড়ে বিতর্ক ঝড় বইতে শুরু করে। এর পাল্টা অনুপম খের ট্যুইটারে লেখেন, দেশে এতটাই স্বাধীনতা রয়েছে যে সেনাবাহিনীকে গালি গালাজ করা যায়। সেনা জওয়ানদের পাথর ছোঁড়া যায়।