আইনজীবী খুনের মূল অভিযুক্তদের ধরতে ব্যর্থ পুলিশ

আগরতলা, ১৬ ডিসেম্বর, (হি.স.) : আইনজীবী হত্যাকাণ্ডে এখনও মূল অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশের বক্তব্য, আইনজীবী খুনের ক্লু পাওয়া গেছে। সহসা খোলসমুক্ত হবে এই নৃশংস অপরাধের আড়ালে অবস্থানকারী অভিযুক্তরা।
এক সূত্রে জানা গেছে, এই খুনের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত যুক্ত ব্যক্তিরা পুলিশের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। সূত্রটি জানায়, অভিযুক্তরা রাজ্যন্তরী হয়েছে। এদিকে বিভিন্ন মহলের দাবি, পুলিশের উচিত উপযুক্ত পদক্ষেপ নিয়ে এই খুনের সাথে জড়িত সমস্ত অভিযুক্তদের বহির্রাজ্য থেকে রাজ্যে নিয়ে আসা।
কিন্তু, পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন, তারা অভিযুক্তদের গ্রেফতার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁরা এ-ও জানান, অতিসত্বর অভিযুক্তদের রাজ্যে নিয়ে আসা হবে। এ বিষয়ে বহিঃরাজ্যের পুলিশের সহায়তা চাওয়া হবে।