দেরাদুন, ৯ ডিসেম্বর (হি. স.) : উত্তরাখন্ডের দেরাদুনে রাজপুর থানার অন্তর্গত এলাকায় সাই মন্দিরের কাছে রবিবার ভোর চারটেয় একটি গাড়ি দুর্ঘটনা ঘটে। ঘটনায় গাড়োয়াল তেহরির দুই যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের নাম অনিল কুমার সিং (২৬) এবং নীরজ সিং (২০)। আহত আরও তিন। আহতদের দুন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর অনুসারে, মুসৌরি থেকে দেরাদুন আসছিল ইউ কে ০৭ বি ওয়াই ৬০৪৮ নম্বরের ওই গাড়ি। গাড়ির গতি অত্যন্ত বেশি থাকায় রাজপুর থানা এলাকার সাই মন্দিরের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। সাথে সাথে ছুটে আসেন স্থানীয়রা। তাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গাড়িটির ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে পুলিশ। গাড়িটিতে মোট পাঁচজন যাত্রী ছিলেন। গুরুতর জখম অবস্থায় তাদেরকে ১০৮জন লোকের সহযোগিতায় দুন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন এদের মধ্যে দুজনকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। এদের মধ্যে অনিল কুমার সিং (২৬) বহেরা গ্রামের চন্দ্র সিংয়ের পুত্র এবং নীরজ (২০) ঘনশালি তহসীলের শ্রীকোট গ্রামনিবাসী রূপ সিংয়ের পুত্র। নেহেরু কলোনির গণেশ বিহারের দর্শন সিংয়ের পুত্র রোহিত ওরফে চিনু (২১), শান্তি বিহারের গব্বর সিংয়ের পুত্র ঋষভ (১৯) এবং বাঞ্জারাওয়ালের রাজকমল নেগির কন্যা অদিতি নেগি (২১) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।