আগ্রা, ৭ ডিসেম্বর (হি. স.) : উত্তরপ্রদেশে দুটি পৃথক পথদুর্ঘটনায় মর্মান্তিকভাবে বেপরোয়া গতির বলি হলেন আট জন। এব্যাপারে শুক্রবার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আগ্রা-আলীগড় রোডে খান্ডৌলির কাছে একটি এসইউভি এবং একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়। অপরদিকে, গাজিয়াবাদ যাওয়ার পথে একটি গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে এবং দুর্ঘটনায় মারা যান একই পরিবারের তিনজন।
পুলিশ সূত্রের খবর, প্রথম ঘটনায় আগ্রা থেকে আলীগড় যাওয়ার পথে খান্ডৌলির কাছে একটি এসইউভি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাকের। আলুবোঝাই ওই ট্রাকটি হাঠরা যাচ্ছিল। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই মারা যান তিন জন। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। বাকি দুজনকে এস এন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় একজনের এবং চিকিৎসারত অবস্থায় মারা যান অপর ব্যক্তি। পুলিশ আরও জানিয়েছে, দ্বিতীয় ঘটনায় একই পরিবাবের তিন জন গাড়িতে করে ফৈজাবাদ থেকে গাজিয়াবাদ যাচ্ছিলেন। পথে ডিভাইডারে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ে ওই গাড়িটি | যার জেরে তিন জনেরই মৃত্যু হয়।