BRAKING NEWS

মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে বিজেপি : শিবরাজ সিং চৌহান

হায়দরাবাদ, ৪ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে বিজেপি। মঙ্গলবার তেলেঙ্গানা নির্বাচনী প্রচারে এসে সাংবাদিক সম্মেলনে এমনই দাবি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
এদিন শিবরাজ সিং চৌহান বলেন, মধ্যপ্রদেশে কোনও প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে না। প্রতিষ্ঠানের পক্ষে হাওয়া বইছে। বিজেপি সবকা সাথ সবকা বিকাশের পক্ষে। সবার উন্নয়নের পক্ষে বিজেপি। মধ্যপ্রদেশে সিংহভাগ আসন নিয়ে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।
ইভিএম যন্ত্রে কারসাজির যে অভিযোগ কংগ্রেসের করছে সেই সম্পর্কে বলতে গিয়ে শিবরাজ সিং চৌহান বলেন, কংগ্রেসের বিশেষত্ব হচ্ছে হারার আগেই হেরে যাওয়ার কারণ খুঁজতে নেমে পড়ে তারা। নির্বাচন কমিশনের একটি সাংবিধানিক সংস্থা তাদের প্রতি আমাদের আস্থা রয়েছে।
তেলেঙ্গানা টিআরএস সরকারের ব্যর্থতা তুলে ধরে শিবরাজ সিং চৌহান বলেন, পানীয় জল এবং কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন কে চন্দ্রশেখর রাও। কিন্তু রাজ্যবাসীদের সেই পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে তারা। নিজের পরিবারের বাইরে কে চন্দ্রশেখর রাও বেরোতেই পারছে না। তেলেঙ্গানায় কেন্দ্রীয় প্রকল্প কার্যকর করতে ব্যর্থ হয়েছে টিআরএস সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা রাজ্যে কার্যকর করতে ব্যর্থ হয়েছেন কে চন্দ্রশেখর রাও।
উল্লেখ্য, ৭ ডিসেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তেলেঙ্গানায়। এই রাজ্যে একাই লড়ছে বিজেপি। অন্যদিকে কংগ্রেস, টিডিপি, তেলেঙ্গানা জন সমিতি এবং সিপিআই জোটবদ্ধ হয়ে লড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *