রাজ্যে শিল্প স্থাপনে অনুকূল পরিবেশ কাজ করছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর ৷৷ রাজ্যের যে সকল পরিবার প্রদানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় এখনও গ্যাস সংযোগ পায়নি তাদের রান্নার গ্যাস সংযোগের আওতায় আনতে হবে৷ রান্নার জন্য কাউকে যেন কেরোসিন ব্যবহার করতে নাহয়৷ আজ সচিবালয়ের ১ নং হলে খাদ্য, জন সংভরণ ও ক্রেতা স্বার্থ সুরক্ষা বিষয়ক দপ্তরের পর্যালেরাচনা সভ ায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথাগুলো বলেন৷ তিনি আরও বলেন,  বর্তমানে রাজ্যে নতুন শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ কাজ করছে৷ একে কাজে লাগাতে হবে৷ নতুন শিল্প স্থাপনের জন্য উদ্যোেগীদের উৎসাহ প্রদান করতে  হবে৷ এক্ষেত্রে সরকার ঋণ দিয়ে তাদের সাহায্য করবে৷ এরফলে রাজ্যে কর্মসংস্থানও হবে৷

পর্যালোচনা সভার শুরুতে দপ্তরের অধিকর্তা ড দেবাশিষ বসু বলেন, রাজ্যের সমস্ত খাদ্য গুদাম থেকে শুরু করে রেশনশপ পর্যন্ত অনলাইনের আওতায় আনা  হয়েছে৷ ১০০ শতাংশ রেশনকার্ডের সাথে আধার লিঙ্ক করা হয়েছে৷ উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাই প্রথম অনলাইন করণের কাজ সম্পূর্ণ করেছে৷ অনলাইন করার পর এখন পর্যন্ত ২,৩৪০টি  ভুয়ো রেশন কার্ড পাওয়া গেছে৷ যারমধ্যে ২ লক্ষ ৮০ হাজার ৭৭৬ জনের নাম নথীভুক্ত ছিল৷ রাজ্যে রেলের ব্রডগেজ লাইন আসার পূর্বে ৪ মাসের জন্য খাদ্য মজুত রাখা হত৷ এখন ৩ মাসের জন্য রাখা হয়৷ উজ্জ্বলা যোজনার আওতায় এখন পর্যন্ত রাজ্যের ৭৫ শতাংশ পরিবার এসেছে৷

তিনি বলেন, রাজ্যে একন ৯ লক্ষ ২ হাজার ৪৯৯টি রেশন কার্ড রছে৷ রেশন শপ আছে ১৮০৬টি৷ অন্তোদয় অন্নপূর্ণ যোজনা, প্রায়োরিটি হাউস হোল্ড এবং এ পিএল ভুক্ত পরিবারগুলোর মধ্যে প্রতিমাসে ১৯,৩৬৯ মেট্রিকটন চাল, প্রতিমাসে এপিএল ভুক্ত পরিবারগুলোর মধ্যে ৩১২২-২০ মেট্রিকটন আটা, অন্ত্যোদয়ন্নপূর্ণা যোজনায় ১০৯১৪ মেট্রিক টন চিনি দেওয়া হচ্ছে৷ তাছাড়া অন্যান্য ওয়েলফেয়ার স্কিমেও ২১৭১৭ মেট্রিকটন চাল দেওয়া হয়৷

তিনি আরও  বলেন, এখন কেব লমাত্র অন্ত্যোদয় যোজনার অন্তর্ভূক্ত ১ লক্ষ ৯ হাজার পরিবারকে ১২ কেজি চিনি দেওয়া হচ্ছে৷ তিনি সভায় আরও জানান, বোধজংনগরে বার্ষিক ১ লক্ষ ২০  হাজার মেট্রিকটন ক্ষমতাসম্পন্ন বটলিং প্ল্যান্টের নির্মাণ কাজ প্রায় শেষের পথে৷ তাছাড়া আগামী ২ বছরের মধ্যে সেকেরকোটে ৩০ হাজার কিলোমিটার ক্ষমতাসম্পন্ন একটি পেট্রোলিয়াম ডিপোও খোলা হবে৷ আগামী কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর থেকে বাংলাদেশের মংলা বন্দর হয়ে বিশালগড়ে গ্যাস বটলিং  সেন্টারে সরাসরি গ্যাসের বুলেট আসবে৷ এদিনের পর্যালোচনা সভায় এছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব, চিফ সেক্রেটারি এল কে গুপ্তা, প্রিন্সিপাল সেক্রেটারী কুমার অলক, সংশ্লিষ্ট দপ্তরের সচিব টি কে চাকমা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *