ইন্দোর, ২৮ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন চলাকালীন দুঃসংবাদ| ভোটগ্রহণ চলাকালীন বুধবার সকালে মধ্যপ্রদেশের গুনায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন নির্বাচন কমিশনের একজন আধিকারিক| আবার ইন্দোরে হৃদরোগে আক্রান্ত হয়ে দু’জন ভোটকর্মীর মৃত্যু হয়েছে| ভোটগ্রহণ চলাকালীন ৩ জন ভোটকর্মীর অকাল মৃত্যুতে দুঃখপ্রকাশ করে মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন|
নির্বাচন কমিশন সূত্রের খবর, ইন্দোরের নেহরু নগরে অবস্থিত দীপিকা বাল মন্দিরের পোলিং বুথে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন প্রিসাইডিং অফিসার কৈলাশ প্যাটেল| নিরাপত্তা কর্মীরা তত্ক্ষণাত্ তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান, কিন্তু প্রাণে বাঁচানো সম্ভব হয়নি| এছাড়াও ইন্দোরের অপর একটি পোলিং বুথে হৃদরোগে আক্রান্ত হয়েছেন একজন ভোট কর্মী| এর আগে মধ্যপ্রদেশের গুনায় পোলিং বুথের দায়িত্ব থাকা প্রিসাইডিং অফিসার সোহন লাল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন| ভোটগ্রহণ চলাকালীন ৩ জন ভোটকর্মীর অকাল মৃত্যুতে দুঃখপ্রকাশ করে মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন|