থাইল্যান্ডের রাজকুমারী ঊনকোটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করলেন

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ২৭ নভেম্বর ৷৷ থাইল্যােন্ডের রাজকুমারী মহা চাকরি সরিনর্ধন আজ ঊনকোটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শনে আসেন৷ রাজকুমারীর সাথে সফরসঙ্গী ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সকাল ১১টা ২৫ মিনিটে ভ ারতীয় বায়ুসেনার দুটি হেলিকপ্ঢারে থাইল্যান্ডের রাজকুমারী ও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ থাইল্যান্ড ও রাজ্য প্রসাসনের আধিকারিকগণ কৈলাসহর বিমানবন্দরে অবতরণ করেন৷ প রথম হেলিকপ্ঢারে ছিলেন রাজকুমারী মহা চাকরি সিরিনর্ধন ও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ থাইল্যান্ড ও রাজকুমারী মহা চাকরি সিনিনধর্ন ও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ বিমানবন্দরে তাঁদের পুস্পস্তবক দিয়ে স্বাগত জানান ঊনকোটি জেলার জেলাশাসক রবীন্দ্র রিয়াং ও জেলার পুলিশ সুপার লাকি চৌহান৷ এছাড়া, বিধায়ক  ভগবান দাস ও বি ধায়ক সুধাংশু দাসও তাদের স্বাগত জানান৷ বি মানবন্দর থেকে রাজকুমারী ও মখ্যমন্ত্রীর কনভয় সোজা ঊনকোটি সার্কিট হাউসে চলে আসেন৷ দুপুর ১টায় রাজকুমারী মহা চাকরি সিরিনর্ধন সফর সঙ্গীদের সঙ্গে ঊনকোটির প্রত্নস্থল পরিদর্শনে যান৷ পরিদর্শনকালে বিধায়ক ভ গবান দাস, বি ধায়ক সুধাংশু দাস, থাইল্যান্ডের উচ্চপদস্থ আধিকারিকগণ, জেলাশাসক রবীন্দ্র রিয়াং, জেলা পুলিশ সুপার লাকি চৌহান, পর্যটন দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি  প্রমুখ উপস্থিত ছিলেন৷

থাইল্যান্ডের রাজকুমারীর কনভয় কৈলাসহর বি মানবন্দর থেকে ঊনকোটি সার্কিট হাউসে আসার সময় এবং পরবর্তী সময় সেখান থেকে ঊনকোটি প্রত্নস্থল যাওায়র রাস্তায় বিভিন্ন স্থানে সুকল, কলেজের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ ভারত ও থাইল্যােন্ডের পতাকা নেড়ে রাজকুমারীকে অভ্যর্থনা জানান৷ তাঁর সপরকে কেন্দ্র করে মানুষের মধ্যে ছিল দারুণ উচ্ছ্বাস৷ প্লে কার্ডে ইংরেজি ও থাইল্যান্ডের বাষায় রাজকুমারীকে ঊনকোটি সফরের স্বাগত জানানো হয়৷ কৈলাসহরের বিভিন্ন রাস্তার মোরে থাইল্যাডের রাজকুমারীর সফরকে স্বাগত জানিয়ে তৈরি করা হয় বিশাল বিশাল গেইট৷ রাস্তার দু’পাশে লাগানো হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজকুমারী মহাচাকরি সিরিনর্ধন ও মখ্যমন্ত্রী বিপ্লব কমার দেবে র ছবি সম্বলিত ফ্ল্যাক্স৷

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন, রাজকুমারী ঊনকোটির মনোরম শিল্পকলা দেখে মুগ্দ হয়েছেন৷ রাজকুমারী পরবর্তী সময়ে আবার ত্রিপুরায় আসবেন বলে জানিয়েছেন৷ তখন তিনি ছবিমড়া, নীরমহল দেখবেন এবং ত্রিপুরেশ্বরী মন্দিরেও যাবেন৷ তিনি আবার কৈলাসহরে এসে ঊনকোটি প রিদর্শননে যাবেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলির প্রচারে আমরা যে উদ্যোগ নিয়েছি থাইল্যান্ডের রাজকুারী এখানে আসতে সারা বিশ্বে ঊনকোটি প্রত্নস্থলের প্রচার বাড়বে৷ এতে পুরো দুি নয়া থেকে এখানে মানুষ আসবেন এবং ত্রিপুরাকে দেখবেন৷ ফলে রাজ্যের যুবকদের রোজগারের পথ সৃষ্টি হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *