নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ সীমান্ত পার করে বাংলাদেশে পাচারের সময় পাঁচ লক্ষাধিক টাকার বিসুকট এবং চা পাতা আটক করেছে বিএসএফ৷ জানা গেছে, রবিবার রাতে কমলাসাগরের মিয়াপাড়া সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে পাচাররে সময় লক্ষাধিক টাকা মূল্যের বিসুকট এবং চা পাতা আটক করেছেন বিএসএফ জওয়ানরা৷ তবে পাচারকারীদেরকে আটক করতে পারেনি তারা৷
জানা গেছে, অবৈধ সামগ্রীগুলিকে আটক করে বিওপিতে নিয়ে যান বিএসএফ জওয়ানরা৷ এদিকে, এলাকায় বসবাসকারীরা জানান, দীর্ঘদিন ধরেই এই এলাকা দিয়ে অবাধে বিসুকট, চা পাতা, বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী ছাড়াও শাড়ি ইত্যাদি নানা ধরনের পণ্য সামগ্রী পাচার হচ্ছে৷ এত সব জানা সত্ত্বেও বিএসএফ জওয়ানরা পাচারকারীদের আটক করতে পারছে না, তা বিস্ময়কর৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাচারকারীদের সঙ্গে মহকুমা প্রশাসন এবং একাংশ বিএসএফ জওয়ানদের সাথে সখ্যতা থাকার ফলেই অবাধে পাচার বাণিজ্য চলছে বিভিন্ন সামগ্রীর৷ তাঁরা জানান, মাঝে মধ্যে জওয়ানরা অভিযান চালান শুধু তাঁদের নিজেদের অস্তিত্বের জানান দিতে৷ প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন এলাকায় সীমান্তে কাটাতারের বেড়া উন্মুক্ত রয়ে গিয়েছে৷ সেখান দিয়েই পাচার বাণিজ্য চলছে বলে খবর৷