![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/earth-quake-300x225.jpg)
উপকেন্দ্র থেকে বহু দূর হওয়া সত্ত্বেও ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয় ইরাকের রাজধানী বাগদাদেও| সারপোল-ই-জাহাব ও কাসর-ই-শিরিনে বেশ কয়েকটি বাড়ি ও দেওয়াল ভেঙে পড়ে| কম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্কে-প্রাণভয়ে বহু মানুষ ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় এসে দাঁড়ান| প্রশাসন সূত্রের খবর, জোরালো ভূমিকম্পে অন্ততপক্ষে ৪০০ জন আহত হয়েছেন| তবে, কারও মৃত্যু হয়নি| ভূমিকম্পের কারণে সোমবার সমস্ত স্কুল এবং বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন|