নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর ৷৷ শিশুটির বর্তমান ঠিকানা কমলপুরের চাইল্ড ক্যায়ার হোম। তার বয়স মাত্র ছয় মাস। যে সময় শিশুকে তার মা-বাবার সঙ্গে থাকার কথা সে সময় তাকে তালাবন্দি করে রাখা হয়েছিল। এ কাজে অভিযুক্ত করা হয়েছে তার বাবা তুষার রায়কে। বাবার অমানবিক কাজের দৌলতে আজ শিশুটির বর্তমান ঠিকানা চাইল্ড ক্যায়ারে।
জানা গেছে, বিগত তিন দিন ধরে ঘরে তালাবন্দি অবস্থায় ছিল অবুঝ শিশুটি। শিশুটিকে ঘরে তালাবন্দি করে রেখে গিয়েছিল তার বাবা তুষার রায়। জানা গেছে, শিশুটি তুষারের দ্বিতীয় পক্ষের সন্তান। তুষার দুটি বিয়ে করেছে। প্রথম স্ত্রীকে গায়ে আগুন ধরিয়ে দেওয়ায় অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শিশুটির মায়েরও বর্তমানে কোনও হদিশ নেই। জানা গেছে, শিশুটির কান্নার শব্দ শুনে পাশের বাড়ির লোকজন ছুটে আসেন। তাঁরা দেখেন ঘরে তালা ঝুলছে। সাথে-সাথে তাঁরা খবর দেন কমলপুর বিজেপির মণ্ডল সাধারণ সম্পাদক শ্যামল পালকে। খবর পেয়ে ছুটে আসেন তিনি। তিনি এসে বন্ধ ঘর থেকে উদ্ধার করেন শিশুটিকে।
এর পর শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, বর্তমানে শিশুটিকে চাইল্ড ক্যায়ার হোমে পাঠানো হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ আছে বলে জানা গেছে। এদিকে তুষারের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। জানা গেছে, পিতা তুষার সাহা পলাতক।
2018-11-26