নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনে বহিরাগত দুসৃকতিদের হামলা হুজ্জুতিতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ ভাঙচুর চালানো হয়েছে আসবাবপত্রে৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় পুলিশ ছুটে যায় এবং হামলাকারীদের মধ্যে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়৷
সংবাদে প্রকাশ, এদিন সন্ধ্যায় পোস্টফিস চৌমুহনীস্থিত ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের হলে আচমকা উপস্থিত হয় বেশ কয়েকজন দুসৃকতি৷ অভিযোগ তারা যুব মোর্চর সক্রিয় কর্মী৷ তারা সেখানে গিয়ে অভিযোগ করে যে ক্রিকেট এসোসিয়েশনে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি হচ্ছে৷ এই অভিযোগ এনে তারা সেখানে হৈ চৈ শুরু করে দেয়৷ একসময় উত্তেজিত হয়ে তারা আসবাবপত্রে ভাঙচুর চালায়৷ জানালর কাচ ভেঙে গুড়িয়ে দেয়৷ হামলাকারীদের দাবী অবিলম্বে টিসিএর বর্তমান পরিচালন কমিটি ভেঙে দেওয়ার৷
বেশ কিছুক্ষণ চলতে থাকে এই হামলা হুজ্জুতি৷ পরিস্থিতি বেগতিক দেখে টিসিএর কর্মীরা পশ্চিম থানায় খবর দেয়৷ পুলিশ দ্রুত সেখানে ছুটে যায়৷ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ৷ ধৃতরা হল পার্থ সাহা (৩৫), মলয় গৌস্বামী (৪০) এবং বিধান ভট্টাচার্য্য (৪৬)৷ প্রথম দুজনের বাড়ি উদয়পুরে এবং তৃতীয় জনের বাড়ি আগরতলায়৷ অভিযোগ উঠেছে, এদিন টিসিএতে এই অপ্রীতিকর ঘটনাটির নেতৃত্বে নাকি ছিলেন বিধানসভার অধ্যক্ষের এক ছেলে৷ ধৃত তিনজনকে অবশ্য থানা থেকেই জামিনে ছেড়ে দেওয়া হয়েছে৷