অমৃতসর, ২২ নভেম্বর (হি.স.): অমৃতসরের নিরঙ্কারি ভবনে হামলার কয়েকদিনের মধ্যেই দুই সন্দেহভাজনের মধ্যে একজনকে গ্রেফতার করেছে
পঞ্জাব পুলিশ| পুলিশের জালে ধরা পড়েছে বিক্রমজিত্ সিং (২৬) নামে একজন সন্দেহভাজন| অপরজনের এখনও খোঁজ চলছে| বৃহস্পতিবার ধৃত বিক্রমজিতকে আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি|
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/10/LOCK-UP-300x144.jpg)
কিছু দিন আগে অমৃতসরের রাজাসংসী গ্রামের নিরঙ্কারি সত্সঙ্গ ভবনে প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন নিরঙ্কারি সম্প্রদায়ের কয়েকশো মানুষ| বেলা বারোটা নাগাদ মোটরবাইকে এসে তাঁদেরকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে মুখোশধারী দুই আততায়ী| গ্রেনেড বিস্ফোরণে প্রাণ হারান ৩ জন, আহতের সংখ্যা অনন্তপক্ষে ২০| নিরঙ্কারি ভবনে হামলার কয়েকদিনের মধ্যেই দুই সন্দেহভাজনের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ| অপরজনের খোঁজ চলছে বলে জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং| পাশাপাশি অমৃতসর কাণ্ডে মিলেছে পাক যোগের প্রমাণ| মুখ্যমন্ত্রী দাবি করেছেন, নিরঙ্কারি ভবনে হামলার মাস্টারমাইন্ড আইএসআই|