রামপুর (উত্তর প্রদেশ), ২২ নভেম্বর (হি.স.): ফের লাইনচ্যুত হল ভারতীয় রেল। আবারও উত্তর প্রদেশ। বুধবার রাত ১০.৩০ মিনিট নাগাদ উত্তর
প্রদেশের রামপুর জেলায় মোরাদাবাদ-বরেলি জংশন সেকশনে, দামোরা এবং দুগ্গান স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে যায় একটি প্যাসেঞ্জার ট্রেনের ৬টি কামরা। সৌভাগ্যবশত রেল দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই। কারণ, লাইনচ্যুত হয়ে যাওয়া ৬টি কামরায় কোনও যাত্রীই ছিলেন না। সম্পূর্ণ খালি ছিল ৬টি বগি। বুধবার রাতে রেল দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা। কি কারণে বেলাইন হল ট্রেনটি, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রেল সূত্রের খবর, প্যাসেঞ্জার ট্রেনের ৬টি বগি বেলাইন হওয়ার কারণে মোরাদাবাদ এবং বরেলি স্টেশনের মাঝে ডাউন লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/BG-LINE-300x200.jpg)
রেলের উচ্চপদস্থ এক কর্তা জানিয়েছেন, বুধবার রাত ১০.৩০ মিনিট নাগাদ উত্তর প্রদেশের রামপুর জেলায় মোরাদাবাদ-বরেলি জংশন সেকশনে, দামোরা এবং দুগ্গান স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে যায় একটি প্যাসেঞ্জার ট্রেনের ৬টি কামরা। এই রেল দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ৬টি বগি সম্পূর্ণ খালি ছিল। কি কারণে বেলাইন হল ট্রেনটি, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।