ন্যাশনাল হেরাল্ড মামলা : ১১ জানুয়ারি স্বামীর ক্রস-এগজামিনেশন

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): জানুয়ারি মাসের ৮ তারিখ নয়, ন্যাশনাল হেরাল্ড মামলায় বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগের ক্রস-এগজামিনেশন হবে ১১ জানুয়ারি| এর আগে ন্যাশনাল হেরাল্ড মামলায় সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগের ক্রস-এগজামিনেশন হওয়ার কথা ছিল ৮ জানুয়ারি| কিন্তু, সোমবার দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের তরফে জানানো হয়েছে, ৮ জানুয়ারির পরিবর্তে ন্যাশনাল হেরাল্ড মামলায় অভিযোগের (সুব্রহ্মণ্যম স্বামী) ক্রস-এগজামিনেশন হবে ১১ জানুয়ারি|
২০১২ সালে সোনিয়া, রাহুল-সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন সুব্রহ্মণ্যম স্বামী| উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটি প্রতিষ্ঠা করেছিলেন জওহরলাল নেহরু| যে সংস্থার হাতে এই খবরের কাগজটির মালিকানা ছিল, সেটির নাম হল ‘অ্যাসোসিয়েটেড জার্নাল|’ ২০০৮ সালে ন্যাশনাল হেরাল্ডের প্রকাশ বন্ধ হয়ে যায়| কাগজ চালাতে গয়ে ইতিমধ্যেই প্রায় ৯০ কোটি টাকা দেনা হয়ে গিয়েছল অ্যাসোসিয়েটেড জার্নাল সংস্থার| এই দেনার অনেকটাই ছিল কংগ্রেসের কাছ থেকে নেওয়া ঋণ| কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, ন্যাশনাল হেরাল্ডকে দেওয়া ঋণ মকুব করে দেওয়া হচ্ছে| কারণ তা উদ্ধার করা যাবে না| সুব্রহ্মণ্যম স্বামী এই বিষয় নিয়ে মামলা করেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *