![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/11/Herald-House-Copy.jpg)
২০১২ সালে সোনিয়া, রাহুল-সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন সুব্রহ্মণ্যম স্বামী| উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটি প্রতিষ্ঠা করেছিলেন জওহরলাল নেহরু| যে সংস্থার হাতে এই খবরের কাগজটির মালিকানা ছিল, সেটির নাম হল ‘অ্যাসোসিয়েটেড জার্নাল|’ ২০০৮ সালে ন্যাশনাল হেরাল্ডের প্রকাশ বন্ধ হয়ে যায়| কাগজ চালাতে গয়ে ইতিমধ্যেই প্রায় ৯০ কোটি টাকা দেনা হয়ে গিয়েছল অ্যাসোসিয়েটেড জার্নাল সংস্থার| এই দেনার অনেকটাই ছিল কংগ্রেসের কাছ থেকে নেওয়া ঋণ| কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, ন্যাশনাল হেরাল্ডকে দেওয়া ঋণ মকুব করে দেওয়া হচ্ছে| কারণ তা উদ্ধার করা যাবে না| সুব্রহ্মণ্যম স্বামী এই বিষয় নিয়ে মামলা করেন|