তিরুবনন্তপুরম, ১৮ নভেম্বর (হি.স.) : বিক্ষোভের পারদ ক্রমশ চড়ছে শবরীমালায়। এই নিয়ে তৃতীয়দিনে পড়ল বিক্ষোভ। রবিবার সকাল থেকে শবরীমালাগামী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। কেরল জাতীয় সড়ক বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভে। শবরীমালা শহর থেকে ৯০ কিলোমিটার দূরে তিরুভাল্লায় গ্রেপতার করা হয় বিজেপি নেতা কে সুরেন্দ্রন সহ বেশ কয়েকজন বিজেপিকর্মীকে। শবরীমালায় যাওয়ার প্রথম বেস ক্যাম্প নিলাক্কাল থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে।
প্রথম থেকেই শবরীমালায় মহিলাদের প্রবেশাধিকারের বিরোধিতায় সামিল হয়েছে বিজেপিও। কয়েকদিন আগেই কেরলে সভা করতে এসে বিজেপির সর্ভবারতীয় সভাপতি অমিত শাহ বলেছিলেন, শবরীমালার ভক্তদের সমর্থনে রয়েছেন তিনি। তারপর থেকেই শবরীমালায় বিজেপি মাথা চারা দিয়েছে। রবিবার সকালে আবার শবরীমালার নিরাপত্তা খতিয়ে দেখতে যান কংগ্রেস নেতারা। কেরলের প্রাক্তন কৃষিমন্ত্রী তিরুভাঞ্চুর রাধাকৃষ্ণনও গিয়েছিলেন আইয়াপ্পা স্বামীর মন্দিরে।
শনিবার ১২ ঘণ্টার বন্ধ পালন করেছে বিজেপি। শনিবারই গ্রেফতার করা হয় হিন্দু ঐক্য বেদী সংগঠনের সভাপতি কেপি শশীকলাকে গ্রেফতার করা হয়।