নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.) : ধর্ষণ প্রসঙ্গে তাঁর মন্তব্যের জেরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অবশেষে নিজের করা মন্তব্য নিয়ে মুখ খুললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘আমি ‘সম্মতি’ কথাটি বলিনি। বলেছি ‘বিটুইন নোন’। যা রটনা করা হয়েছে তা আমি বলিনি। তদন্তেই তা প্রমাণিত হবে। এর মোকাবিলা সামাজিক ভাবেই হওয়া উচিত। এতে রাজনীতি দেখাটা উচিত নয়।’’ হরিয়ানার মুখ্যমন্ত্রীর সমর্থনে দাঁড়িয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা সুব্রাহ্মনিয়াম স্বামী।
এদিন সুব্রাহ্মনিয়াম স্বামী জানিয়েছেন, তিনি শুধুমাত্র পরিস্থিতিটি ব্যাখ্যা করেছেন। যে মেয়ে ও ছেলে আদতে প্রেমিক-প্রেমিকা তাদের সম্পর্ক তিক্ত হওয়ার কারণে পরে এই পরিস্থিতি দেখা যায়। কিন্তু অপরাধ হচ্ছে অপরাধ। সে যে পরিস্থিতিই হোক না কেন। যখন কোনও ধর্ষণ হয় তখন তা একেবারেই বরদাস্ত করা যায় না। অন্যদিকে মনোহর লাল খট্টরের নিন্দায় সরব হয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, খট্টরের এই মন্তব্যে নারী বিদ্বেষী মনোভাব জড়িয়ে রয়েছে। তাঁর রাজ্যে কোনও মহিলা কি ভাবে নিরাপদে থাকবে।
উল্লেখনীয়, শনিবার মনোহর লাল খট্টর বলেন, ধর্ষণ আগেও দায়ের হওয়া ধর্ষণের অভিযোগের মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ অভিযোগই দায়ের হয় পরিচিতদের বিরুদ্ধে। একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করেন। এরপর আচমকা একদিন মহিলা দাবি করেন যে তাকে ধর্ষণ করা হয়েছে।