কলকাতা, ১৬ নভেম্বর (হি. স.) : সরকারি ভাবে সিবিআইকে দেওয়া জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। ঘোষণা হয়েছিল
গতকালই। শনিবার তাতে পড়ল সরকারি শিলমোহর | ভাবে সিবিআইকে দেওয়া জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে নিল রাজ্য সরকার।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/NABANNA-300x240.jpg)
শুক্রবার সিবিআইকে দেওয়া জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে অন্ধ্রপ্রদেশ সরকার। এরপর গতকালই কেন্দ্র বিরোধিতায় সুর চড়িয়ে জেনারেল কনসেন্ট প্রত্যাহারের কথা ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার।শনিবার তাতে পড়ল সরকারি শিলমোহর |শনিবার নবান্ন থেকে সিবিআইকে চিঠি দিয়ে সরকারি ভাবে সেকথা জানিয়েও দেওয়া হয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, এর কারণ হিসেবে বর্তমানে সিবিআই নিয়ে যে বিতর্ক চলছে এবং সুপ্রিম কোর্টে চলা মামলার পরিপ্রেক্ষিতে, এজেন্সির উপর ভরসাহীনতার কারণ দেখিয়ে সম্মতি প্রত্যাহার করা হয়েছে।