হরিয়ানায় একই পরিবারের চারজন সদস্যকে নৃশংসভাবে খুন, তদন্ত শুরু করেছে পুলিশ

পঞ্চকুলা (হরিয়ানা), ১৭ নভেম্বর (হি.স.): হরিয়ানার পঞ্চকুলায় রহস্যজনকভাবে খুন হলেন একই পরিবারের চারজন সদস্য| মৃতদের মধ্যে একজন মহিলা এবং তিনটি শিশু রয়েছে| পঞ্চকুলা জেলার খাতোলি গ্রামের ঘটনা| শুক্রবার রাতে খাতোলি গ্রামে অবস্থিত বাড়ি থেকে পৃথক চারটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ| প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে খুন করা হয়েছে একই পরিবারের চারজন সদস্যকে| মৃতদের নাম হল, ঐশ্বর্য্য (১৮), দিবাংশু (১৬), বংশ (১২) এবং শিশুগুলির ঠাকুমা রাজবালা (৭৫)|
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই বাড়িটিতে রাজবালা এবং তাঁর পরিবারের সদস্যরা থাকতেন| সম্ভবত শুক্রবার রাতেই চারজনকে নৃশংসভাবে খুন করা হয়| শুক্রবার গভীর রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে, তদন্তকারীরা দেখেন রক্তাক্ত অবস্থায় চারজন একটি রুমে পড়ে রয়েছেন| হাসপাতালে নিয়ে যাওয়া হলে চারজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা| পরে বাড়িটিতে পৌঁছয় ফরেনসিক টিম এবং পুলিশ কুকুর| গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *