![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/10/Petrol-Pump-300x169.jpg)
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পাশাপাশি, শনিবার পেট্রোল-ডিজেলের দাম কমেছে দিল্লি এবং মুম্বইয়েও| দিল্লিতে ১৯ পয়সা কমার পর পেট্রোলের দাম এখন ৭৬.৯১ টাকা প্রতি লিটার এবং ১৯ পয়সা কমার পর ডিজেলের দাম এখন ৭১.৭৪ টাকা| পাশাপাশি মুম্বইয়েও ১৯ পয়সা কমেছে পেট্রোলের দাম এবং ২০ পয়সা কমেছে ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম, যথাক্রমে ৮২.৪৩ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ৭৫.১৬ টাকা প্রতি লিটার (ডিজেল)| গত অক্টোবর মাসে লাগাতার উর্ধ্বমুখী ছিল পেট্রোল-ডিজেলের দাম। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের পকেটে টান পড়ছিল| কিন্তু, নভেম্বর মাসের শুরু থেকে কমেই চলেছে জ্বালানি তেলের দর। জ্বালানির দাম কমায় বেজায় খুশি দেশবাসী|