![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/11/Basundhara-Raje-300x187.jpg)
এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রাক্কালে ঝালাওয়ারে অবস্থিত বালাজি মন্দিরে গিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে| বিশেষ পূজাচর্নার পর ঝালওয়ার সচিবালয়ে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া| রাজস্থানে বিধানসভা নির্বাচন এবার এক দফায়| আগামী ৭ ডিসেম্বর রাজস্থানের ২০০টি বিধানসভা আসনে নির্বাচন|