নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ নগদ এক লক্ষ টাকা সহ এক বাংলাদেশী মহিলা নাগরিককে আটক করেছেন কামথানা বিওপির বিএসএফ জওয়ানরা৷ ধৃত মহিলার নাম সাহেনা আখতার(৪২)৷ তার বাড়ি কৈয়াঢেপা সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপারে৷ জানা গেছে, বিএসএফ জওয়ানরা মহিলাকে বাংলাদেশী টাকা সহ আটক করেছে৷ পরে বাংলাদেশীে সাহেনা আখতারকে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার প্রমাণিত হল সীমান্ত এলাকায় পাচার বাণিজ্য এখনও চলছে৷ এদিকে মহিলাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন পুলিশ এবং আবগারি দপ্তরের কর্তারা৷ তাঁদের ধারণা, জিজ্ঞাসাবাদের মাধ্যমে এত টাকার আসল সত্য বেরিয়ে আসবে৷
2018-11-17