নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর ৷৷ গণতন্ত্রের চারটি স্তম্ভৃযদি পবিত্রতার সঙ্গে কাজ করে তাহলে রাজ্য সরকার আগামী ৩ বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্য বানানোর যে স্বপ্ণ দেখেছে তা নিশ্চিতভাবে পূরণ হবে৷ পাশাপাশি সরকারকে সঠিক পথ দেখানোর কাজে যাতে পবিত্রতা থাকে সেই বিষয়টির দিকেও সংবাদ মাধ্যমকে লক্ষ্য রাখতে হবে৷ আজ জাতীয় প্রেস দিবস উপলক্ষ্যে আগরতলা প্রেস ক্লাবে তথ্য ও সংসৃকতি দপ্তর এবং আগরতলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত আলেরাচনাচক্রের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, সরকার ভুল ত্রুটি নিয়ে আলোচনা-সমালোচনা হতেই পারে৷ কিন্তু তা হতে হবে ইতিবাচক৷ রাজ্য সরকারও সব সময় জনগণের কল্যাণে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছে৷ কারণ বর্তমান রাজ্য সরকার হচ্ছে ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর সরকার৷ সমাজের আন্তিম ব্যক্তির নিকট পৌঁছানোর লক্ষ্যেই কাজ করছে বর্তমান রাজ্য সরকার৷
মুখ্যমন্ত্রী বলেন, জাতীয় প্রেস দিবসে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সকলকে শপথ নিতে হবে যে তাদের পবিত্র কাজের মাধ্যমে সমাজকে আয়না দেখানোর৷ বর্তমান সরকার সংবাদ মাধ্যমকে সবসময়ই ইতিবাচক দৃষ্টিভঙ্গী দিয়ে দেখে৷ এজন্য সরকারের ভুল ত্রুটিগুলি ধরে কিভাবে আরও ভ ালো করা যায় সেই রাস্তা দেখানোর জন্য সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ত্রিপুরাকে আগামী ৩ বছরের মধ্যে মডেল রাজ্য বাননোর জন্য যে পলিসি নেওয়া প্রয়োজন তা বর্তমান সরকার ইতিমধ্যেই গ্রহণ করেছে৷ ত্রিপুরাতে নীরমহল, ঊনকোটি, ছবিমুড়া ইত্যাদির মতো অনেক দর্শনীয় স্থান রয়েছে৷ সেগুলিকে উন্নয়নের মাধ্যমে ত্রিপুরাকে পর্যটনে সর্বশ্রেষ্ঠ বানানোর পরিকল্পনা নিয়েছে হাজ্য সরকার৷ নভেম্বর মাসের ২৭ তারিখ থাইল্যান্ডের রানী ত্রিপুরা দর্শনে এসে ঊনকোটি যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন৷ এতে পর্যটন ক্ষেত্রে ঊনকোটির আরও প্রচার বৃদ্ধি পাবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার যেভাবে ত্রিপুরাকে মডেল রাজ্য বানানোর লক্ষ্যমাত্রা নিয়েছে সেইভাবে আপনারাও ত্রিপুরাকে মডেল জার্নালিজমের দৃষ্টান্ত হিসাবে তুলে ধরতে কাজ করুন৷ রাজ্য সরকার সংবাদ মাধ্যমের উন্নয়নে ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে৷ আগামীতেও সরকার সংবাদ মাধ্যমর উন্নয়নে কাজ করবে৷ এরমধ্যে আগরতলা প্রেস ক্লাব গৃহের সংস্কারের কাজও শীঘ্রই করার উদ্যোগ নেবে রাজ্য সরকার৷ আজ জাতীয় প্রেস দিবসে নতুন ত্রিপুরা গড়ার স্বপ্ণ বাস্তবায়নে সকলকে প্রতিজ্ঞাব দ্ধ হওয়ার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী৷ অনুষ্ঠানে সম্মানিত অতিথির ভাষণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, সংবাদ মাধ্যম হল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ও অতন্ত্র প্রহ রী৷ এবারের জাতীয় প্রেস দিবসের ভাবনা হলো জার্নালিজম এথিকস্ এন্ড চ্যালেঞ্জেস ইন ডিজিটাল এরা৷ সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন ব রিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত এবং হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ৷ এছাড়াও জাতীয় প্রেস দিবস অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিক, অরুণ নাথ এবং প্রণব সরকারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ তাদের মানপত্র, পুস্পস্তবক ও শাল প্রদানের মাধ্যমে সংবর্ধিত করেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যে সাংবাদিক পেনশন প্রকল্পে আগে রাজ্যের সাংবাদিকরা এক হাজার টাকা পেনশন পেতেন৷ বর্তমান সরকার পেনশনের টাকা বাড়িয়ে দশ হাজার টাকা করেছে৷ আজ মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে প্রবীণ সাংাদিক অসিত চক্রবর্তীর হাতে বর্ধিত পেনশনের মঞ্জুরীপত্র তুলে দেন৷ এছাড়াও মুখ্যমন্ত্রী নতুন আঙ্গিকে করা প্রেস এক্রিডিটেশন কার্ড দুজন সাংবাদিকের হাতে তুলে দেন৷
অনুষ্ঠাএন এছাড়াও বক্তব্য রাখেন তথ্য ও সংসৃকতি দপ্তরের মন্ত্রী মানিক লাল দে, বিশিষ্ট সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিক, অরণ নাথ এবং প্রণব সরকার৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগরতলা প্রেস ক্লাবে র সভ াপতি তথা বরিষ্ট সাংবাদিক সুবল কুমার দে৷ ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন আগরতলা প্রেস ক্লাবের সহ -সভাপতি সাংবাদিক বিশ্বেন্দু ভট্টাচার্য৷