উত্তরপ্রদেশে আইসিইউ-র ভেতর অসুস্থ নাবালিকাকে গণধর্ষণ, তদন্তে পুলিশ

বারেলি, ৪ নভেম্বর (হি.স.) : হাসপাতালের আইসিইউর ভেতর অসুস্থ নাবালিকাকে গণধর্ষণ। নারকীয় ঘটনাটি শনিবার রাতে উত্তরপ্রদেশের বারেলিতে ঘটেছে। পাঁচদিন আগে ক্ষেতে কাজ করার সময় ওই নাবালিকাকে সাপে কামড় দেয়। পরিবারের তৎপরতায় ওই নাবালিকাকে বারেলির একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আইসিইউ-তে তাকে রাখা হয়। শনিবার রাতে আইসিইউতে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। নিজের পরিবারের লোকেদের ঘটনার বিবরণ দিতে গিয়ে ওই নাবালিকা জানায় পাঁচজন তার উপর চড়াও হয়ে এই নারকীয় কাণ্ড ঘটায়।
এই গণধর্ষণ কাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ। দায়ের করা হয়েছে এফআইআর। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। নিগৃহীতা জানিয়েছে ওই পাঁচজন ব্যক্তি প্রথমে তাকে ইনঞ্জেকশন দেয় ও পরে হাত পা বেধে ধর্ষণ করে। পাঁচজনের মধ্যে একজনের হাসপাতালে পোশাক ছিল। গোটা ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। জেলার পুলিশ সুপার এ সিং জানিয়েছেন গোটা ঘটনার তদন্ত চলছে।
উল্লেখনীয় দুই সপ্তাহ আগে উত্তরপ্রদেশের বাগপতে এক নার্সিং ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে ওয়ার্ড বয় এবং এক ডাক্তারি ছাত্রের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *