দেওয়ালী মেলা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ উদয়পুরের মাতাবাড়িতে দেওয়ালী মেলা উপলক্ষে ধর্মনগর-উদয়পুর এবং আগরতলা-উদয়পুরের মধ্যে বিশেষ ট্রেন পরিষেবার ব্যবস্থা করা হয়েছে৷ এই দুটি রুটে বিশেষ ট্রেন চালানো হবে ছায় এবং সাত নভেম্বর৷ উত্তর-পূর্ব সীমান্ত রেল থেকে এই তথ্য জানানো হয়েছে৷

তথ্য অনুযায়ী চারটি বিশেষ ট্রেন ঐ দুদিন আগরতলা উদয়পুরের মধ্যে চলাচল করবে৷ প্রথম ট্রেনটি আগরতলা থেকে ০৩ঃ৪৫ এ ছাড়বে উদয়পুরের উদ্দেশ্যে৷ উদয়পুর থেকে আগরতলার উদ্দেশ্যে ছাড়বে ০৫ঃ০০ টায়৷ দ্বিতীয় ট্রেনটি আগরতলা থেকে ছাড়বে ১০ঃ৩০এ৷ উদয়পুরের উদ্দেশ্যে ছাড়বে ১৫ঃ০০ টায়৷ উদয়পুর থেকে আগরতলার উদ্দেশ্যে ছাড়বে ১২ঃ০০ টায়৷ উদয়পুর থেকে আগরতলার উদ্দেশ্যে ছাড়বে ১৬ঃ২৫এ৷ চতুর্থ ট্রেনটি উদয়পুরের উদ্দেশ্যে ছাড়বে ২১ঃ৪৫এ৷ উদয়পুর থেকে আগরতলার উদ্দেশ্যে ছাড়বে ২৩ঃ১৫তে৷ আগরতলা থেকে উদয়পুরে যাবার পথে এই ট্রেনগুলি বিশালগড় ও বিশ্রামগঞ্জ দাঁড়াবে৷

বিশেষ ট্রেন ঐ দুদিন ধর্মনগর থেকে উদয়পুরের উদ্দেশ্যে ছাড়বে ০৮ঃ৪৫এ৷ উদয়পুর থেকে ধর্মনগরের উদ্দেশ্যে ছাড়বে ১৯ঃ০০ এ৷ ধর্মনগর থেকে উদয়পুরে যাবার পথে এই ট্রেনটি কুমারঘাট-আমবাসা-জিরানীয়া- আগরতলাতে দাঁড়াবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *