নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.) : ইন্দো-পেসিফিক অঞ্চলে নিরাপত্তা বজায় রাখার কাজ করে যাবে ভারত। ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা লক্ষ্যে অন্যান্য শক্তিধর রাষ্ট্রগুলিকে নিয়ে কাজ করে যাবে ভারত। বৃহস্পতিবার ইউনাটেড সার্ভিস ইনস্টিটিউট অফ ইণ্ডিয়ার আয়োজিত ‘ন্যাশনাল সিকিউরিটি’ শীর্ষক আলোচনা সভায় এমন জানালেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।
এদিন সেনাপ্রধান বলেন, ইন্দো-পেসিফিক অঞ্চলের ভূরাজনীতির অনেক পরিবর্তন এসেছে। ব্যবসায়িক নিষেধাজ্ঞা সহ অন্যান্য বিষয় রয়েছে। ওই অঞ্চল দিয়ে সামুদ্রিক বাণিজ্য পথ গিয়েছে। যার মাধ্যমে বিভিন্ন দেশ একে অপরের সঙ্গে যুক্ত। কোরীয় উপকূলে শান্তিপূর্ণ পরিবেশ এবং আইসিস জঙ্গিদের পতন পরিস্থিতি অনেক অনুকূলে এনে দিয়েছে। দেশের সীমানা বাড়ানোর কোনও নীতি আমাদের নেই। আমাদের মতাদর্শকে কারও উপরে চাপিয়ে দেওয়ার কোনও নীতি নেই আমাদের। ইন্দো-পেসিফিক অঞ্চলের দেশগুলির সঙ্গে আর্থিক ও সাংস্কৃতিক আদান প্রদান সুদৃঢ় করতে চায় ভারত। আর্থিক এবং আর্থসামাজিক ক্ষেত্রে উন্নতির অব্যাহত রাখতে দেশের অভ্যন্তরীণ এবং সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।