সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন অজয় রাস্তোগি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর৷৷ সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি অজয় রাস্তোগি৷ সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁর নাম প্রস্তাব করেছে৷ এছাড়াও আরো তিন মুখ্য বিচারপতিদের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্তির জন্য প্রস্তাব করেছে কলেজিয়াম৷

বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারপতি রয়েছেন ২৪ জন৷ ৭ জন বিচারপতির পদ শূণ্য হয়ে রয়েছে৷ সুপ্রিম কোর্টের কলেজিয়াম পাটনা হাইকোর্টের মুখ্য বিচাপতি এম আর শাহ, মধ্যপ্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতি হেমন্ত গুপ্তা, গুজরাট হাইকোর্টের মুখ্য বিচারপতি আর সুভাষ রেড্ডি এবং ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি অজয় রস্তোগি এই চারজনের নাম সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে প্রস্তাব করেছে৷ এখন কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবে অনুমোদন দিলেই তাঁরা সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিযুক্ত হবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *