বিকল্প রাজনৈতিক মতাদর্শ না থাকলে ভারতকে নিজেদের রাজত্বে পরিণত করত কংগ্রেস : অরুণ জেটলি

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.) : বিকল্প রাজনৈতিক মতাদর্শ না থাকলে ভারতকে নিজেদের রাজত্বে পরিণত করত কংগ্রেস। শনিবার এমন জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা অরুণ জেটলি।
এদিন পঞ্চম ইণ্ডিয়া আইডিয়া কনক্লেভের অটলবিহারী বাজপেয়ী স্মারক বক্তৃতায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, স্বাধীনতার পর প্রায় চার দশক ভারতের সব থেকে শক্তিশালী দলটি ছিল কংগ্রেস। প্রথম দুই দশক ক্ষমতায় থাকার পর বংশানুক্রমিক রাজনীতির দিকে ঝকেছিল কংগ্রেস। রাজ্যের পর রাজ্য নিজেদের কর্তৃত্ব কায়েম করেছিল তারা। কংগ্রেস বিরোধী বামেরা শুধুমাত্র একটি অঞ্চলে নিজেদের সীমাবদ্ধ রেখেছিল। সেই সময় বিকল্প রাজনৈতিক মতাদর্শের দরকার ছিল। সেই সময় ১৯৫৭ সালে কয়েক জন সাংসদকে নিয়ে লোকসভায় এলেন অটলবিহারী বাজপেয়ী। তখনই ভিন্ন মতাদর্শের সুর শোনা গিয়েছিল। আর বেশিদিন থাকলে ভারতকে কংগ্রেসেরই দেশ বলা হত। ক্ষমতা হারিয়ে তাই মরিয়া হয়ে উঠেছে নেহরু পরিবার। ভারতকে টুকরো টুকরো করা হোক স্লোগান উঠছে এমন সভায় নিশ্চয়ই যেতে পছন্দ করতেন না ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী। কিন্তু ক্ষমতা ফিরে পাওয়ার লোভে কংগ্রেসের এখন সেই রকমের সভাতেও যোগ দিচ্ছে। রাজনীতিতে নেহরু সঙ্গে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী সাদৃশ্য রয়েছে বলে মনে করেন অরুণ জেটলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *