নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ একদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে৷ এখনও ঘরে ফিরেনি কিষাণ বনিক নামের যুবক৷ পুলিশও এখন তার কোনও সন্ধান পায়নি৷ যদিও পুলিশের তল্লাশী জারি রয়েছে বলে জানা গেছে৷ এদিকে, কিষাণের বাবা মা ছেলে ফিরে আসবে, সেই আশায় পথ চেয়ে বসে আছেন৷ জানা গেছে, পূর্ব থানাধীন কল্যাণী ওয়াটার সাপ্লাই এলাকার কিষাণ বণিক নামের এক যুবক শুক্রবার রাত থেকে নিখোঁজ হয়ে গেছে৷ রাতে বাড়ি না ফেরায় চিন্তিত কিষাণের বাবা মা শহরে আত্মীয় পরিজনদের বাড়িতে খোঁজখবর করেন৷ কিন্তু, কিষাণের কোনও খোঁজ পাওয়া যায়নি বলে তার পরিবারের সদস্যরা জানান৷ কিষাণের বাবা ছেলের নিখোঁজ হওয়ার সংবাদটি পূর্ব থানায় জানিয়ে এফআইআর করেছেন৷ কিন্তু, ঘটনার চবিবশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও নিখোঁজ ছেলের কোন খোঁজ পায়নি পূর্ব থানার পুলিশ৷
2018-10-28