নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ ঘর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷ ঘটনা কৃষ্ণনগর প্রগতিরোড এলাকায়৷ মৃতার নাম অঞ্জলি আচার্য৷ বয়স ৬৫ বছর৷ জানা গেছে, শনিবার সকালে কৃষ্ণনগর প্রগতিরোড এলাকার বাসিন্দা অঞ্জলি আচার্য নামের এক বৃদ্ধার মৃতদেহ তাঁরই ঘর থেকে উদ্ধার করেছে রামনগর ফাঁড়ির পুলিশ৷ সকালে বৃদ্ধার ঘরের দরজা বন্ধ থাকতে দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়৷ তখন তাঁরা ঘরের দরজা ভেঙে দেখতে পান ভিতরে মহিলার লাশ৷ সঙ্গে সঙ্গে রামনগর ফাঁড়িতে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়৷ তবে কী কারণে মহিলার মৃত্যু হল বা এ ঘটনার পিছনে কারোর হাত আছে কিনা এসব বিষয়ে কোনও তথ্য দিতে পারেনি পুলিশ৷ তবে, পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট আসার পরই আসল সত্য বেরিয়ে আসবে৷ বাড়িতে অন্য কেউই ছিলেন না৷ জানা গেছে, পুলিশ তদন্ত শুরু করেছে৷
2018-10-28