পৃথক স্থানে বাইক দুর্ঘটনায় মহিলা সহ নিহত দুই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/ তেলিয়ামুড়া, ২৫ অক্টোবর৷৷ ছেলের বাইক থেকে ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে মায়ের৷ মৃতার নাম শিল্পী সূত্রধর৷ বয়স ৪৫ বছর৷ ঘটাটি ঘটেছে বিশালগড় বাজারে৷ এই ঘটনায় বিশালগড় বাজার এলাকার প্রতিটি মানুষ শোকস্তব্ধ হয়ে পড়েছেন৷

মর্মান্তিক এই দৃশ্য যাঁরা দেখেছেন তাঁরা জানিয়েছেন, মুড়াবাড়ির বাসিন্দা শিল্পী সূত্রধর বিশালগড় বাজারে ছেলের বাইক থেকে ছিটকে পড়ে যান৷ তখন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, পরবর্তী সময় তাঁকে আগরতলা মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চিকিৎসক রেফার করেন৷ কিন্তু, দুর্ভাগ্যবশত জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শিল্পী সূত্রধরের মৃত্যু হয়৷ জানা গেছে, ঘটনার দিন শিল্পী সূত্রধর লক্ষ্মীপুজার বাজার করতে ছেলের সাথে বাইকে করে বাজারে গিয়েছিলেন৷ এদিকে, ময়নাতদন্তের পর বুধবার সকালে শিল্পী সূত্রধরের মৃতদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়ছে৷

এদিকে, আবারো বেপরোয়া ভাবে বাইক চালানোর ফলে জনৈক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে৷ দুর্ঘটনাটি ঘটেছে সন্ধ্যা পৌণে ছয়টা নাগাদ তেলিয়ামুড়া থানার অধীন উত্তর কৃষ্ণপুর এলাকায়৷ পুলিশ এই সংবাদ দিয়ে জানিয়েছে, উত্তর কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা জীতেন্দ্র বিশ্বাসের ছেলে রাসমোহন বিশ্বাস (৩৫) নিজের একটি বাইক নিয়ে তেলিয়ামুড়ার দিকে আগরতলার পথে বাড়ি থেকে কিছু দূরে কৃষ্ণপুর -তেলিয়ামুড়া সড়কের পাশে একটি বিদ্যুতের খঁুটির সাথে প্রচন্ড বেগে ছুটে গিয়ে ধাক্কা দেয়৷ তাতে সে রাস্তার উপর ছিটকে পড়ে৷ ঘটনাস্থলেই রাসমোহন বিশ্বাসের মৃত্যু হয়৷ দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থেকে দমকল বাহিনীর একটি গাড়ি ছুটে যায় এবং মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *